ঢালিউডের অন্যতম শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিম, যিনি 'পরাণ' বা 'দামাল'-এর মতো হিট সিনেমা উপহার দিয়েছেন, তিনি এবার নিজের সিনেমা নির্বাচন নিয়ে খুব কড়া বার্তা দিলেন। গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে তিনি যে সস্তা সিনেমার ভিড় বাড়াতে চান না, সেটাই সাফ জানিয়ে দিলেন।
বিদ্যা সিনহা মিম বলেন, "সিনেমার প্রস্তাব তো অনেক আসে... আমি মনে করি, বছরে ডজন খানেক নিম্নমানের সিনেমা করার চেয়ে কোনো সিনেমা না করা ভালো।"
তিনি বিশ্বাস করেন, মানহীন কাজ করলে দিনশেষে দর্শকদের কাছেই নেতিবাচক কথা শুনতে হয়, যা তাঁর ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। তাই কেবল সংখ্যা বাড়ানোর জন্য তিনি ক্যামেরার সামনে দাঁড়ান না। দর্শকদের ভালো কাজ উপহার দেওয়ার এই দায়বদ্ধতা এবং চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে তাঁর এই সচেতনতাই তাঁকে অন্যদের চেয়ে আলাদা করেছে।
কেএন/এসএন