বলিউডের 'ধক ধক গার্ল' মাধুরী দীক্ষিত, যিনি নব্বইয়ের দশকে পুরো বলিউড রাজত্ব করেছেন, তিনি ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় কেন সব ছেড়ে সুদূর আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন? দীর্ঘ সময় পর সেই প্রশ্নের উত্তরে তিনি জানালেন, গ্ল্যামারের চেয়ে সংসারই তাঁর কাছে বড় স্বপ্ন ছিল।
মাধুরী দীক্ষিত বলেন, "আমি সব সময় ভাবতাম, আমার বিয়ে হবে, একটি সংসার হবে, সন্তান হবে। যখন সেটা ঘটল, মনে হয়েছিল, এত দিনে স্বপ্ন সত্যি হলো। বিয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবিনি। বিয়ে করে যুক্তরাষ্ট্রে চলে যাই।"
তিনি জানান, সুপারস্টার হওয়ার স্বপ্নের পাশাপাশি তাঁর মনের কোণে সবসময় উঁকি দিত একটি সুন্দর সংসারের স্বপ্ন। তাই যখন ডা. নেনের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হয়, তখন তিনি ক্যারিয়ার বা খ্যাতি নিয়ে দ্বিতীয়বার ভাবেননি। স্বপ্নের সংসার ও সন্তানদের জন্যই তিনি নির্দ্বিধায় দেশ ও কাজ ছেড়ে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন। পারিবারিক জীবনে তিনি যে কতটা তৃপ্ত, তাঁর এই বক্তব্যে সেটাই ফুটে উঠেছে।
কেএন/এসএন