শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ঘন কুয়াশার কারণে সারে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক। বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি জানিয়েছেন।
মো. ইকবাল বলেন, ‘রাতের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়।
তাই আমরা দুর্ঘটনা এড়াতে ভোর ৪টার দিকে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। এখন ঘন কুয়াশা কেটে যাওয়াও পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। এখন পূর্বের নিয়মে ফেরি চলাচল করছে। বর্তমানে এই নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।
এমআই/এসএন