বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে যারা একটু দেরিতে ঘুমোন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত থাকেন কিংবা গোটা দেশবাসীর মধ্যেও যাদের কাজের চাপ, সংসারের চাপ, ব্যবসা-বানিজ্য বা কাজকর্ম শেষ করে ঘুমোতে দেরি হয়; তারা মধ্যরাতে রাত দুইটার পর জেনে যান একটি দুঃসংবাদ।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন থেকে মাঝরাতে জানা গেছে, আইসিসি বাংলাদেশের দাবি মানছে না। অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে নতুবা পয়েন্ট কর্তন হবে; এমনটা নাকি আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা, ক্রিকইনফো যে নিউজ করেছে, সেটি কি সত্যি? বাংলাদেশ কি তবে বিশ্বকাপ খেলতে যাবে না?
এই খবরের সত্যটা জানতে গিয়ে দেশের একটি গণমাধ্যমের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তত পাঁচজন পরিচালক ও বিসিবি সিইওর সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের সবাই একইরকম কথা বলেছেন যে, আমাদের সঙ্গে সে অর্থে আইসিসির এই বিষয়ে কোনো কথা হয়নি।

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুধবার সকাল দশটার আগে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে মুঠোফোনে জানান, ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি কখনই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।
বুলবুল নিজে যেহেতু আইসিসির কর্মকর্তা ছিলেন, সেখানে তার ঘনিষ্ঠ অনেকে আছেন।
বিস্তারিত আসছে
আরআই/ এসএন