আমি ভীষণ রকম অদ্ভুত: মেসি

বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে ফুটবল ক্যারিয়ার নিয়ে খোলামেলা উত্তর দিয়েছেন লিওনেল মেসি। ফুটবলে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাপারেও নিজের মনোভাব স্পষ্টভাবেই জানিয়েছেন এই আর্জেন্টাইন।

তবে, ব্যক্তিগত জীবনের কথাগুলো সেভাবে কখনোই সামনে আসতে দেননি ইন্টার মায়ামির অধিনায়ক। এবার একটি একটি দীর্ঘ ও খোলামেলা সাক্ষাৎকারে মেসি বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে কথা বলেছেন। সেখানে তিনি নিজের ব্যক্তিগত জীবন, ঘরের দৈনন্দিন রুটিন, স্ত্রী আন্তোনেলা রকুজ্জোর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রাণখুলে কথা বলেছেন।

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি মজা করে বলেছেন, তিনি ‘ভীষণ রকম অদ্ভুত’ মানুষ।

লুজুর সঙ্গে আলাপকালে মেসি বলেন, ‘আমার এমন একটা দিক আছে, যেখানে আমি ভীষণ অদ্ভুত… আমি একা থাকতে খুব পছন্দ করি, একা থাকতেই স্বস্তি পাই। বাড়িতে তিনটা বাচ্চা যখন চারদিকে দৌড়াদৌড়ি করে, সেই বিশৃঙ্খলা শেষ পর্যন্ত আমাকে একটু চাপের মধ্যে ফেলে।’

সেই কথোপকথনে তিনি নিজের গোছানো স্বভাবের কথাও জানান এবং স্বীকার করেন- কিছু বিষয় তাকে সত্যিই পাগল করে দেয়। মেসির ভাষায়, ‘আন্তোনেলা (রকুজ্জো) হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবে, তবে সবকিছু আমার মুডের ওপর নির্ভর করে। আমি খুবই গুছানো মানুষ; আমি যেটা করার কথা ভেবেছি, সেটা যদি বদলে যায়… ধরুন, দিনটা একটা নির্দিষ্টভাবে সাজানো, আর হঠাৎ করে অপ্রত্যাশিত কিছু ঘটে- তাহলে সব এলোমেলো হয়ে যায়।’



নিজের এই ‘অবসেশন’-এর মাত্রা বোঝাতে গিয়ে মেসি জানান, তিনি কাপড় পর্যন্ত রঙ অনুযায়ী সাজান এবং ম্যাচের আগের দিন পরদিনের সবকিছু আগেই প্রস্তুত করে রাখেন। এই স্বভাব নাকি তার বড় ছেলে থিয়াগোর মধ্যেও চলে এসেছে। তবে ঘরোয়া শৃঙ্খলার বাইরে একটি কাজ আছে, যেখানে একেবারেই নিয়ম মানা হয় না- আর সেই কারণেই আন্তোনেলার কাছ থেকে এসেছে ‘নিষেধাজ্ঞা’।

ইন্টার মায়ামির এই তারকা হাসতে হাসতে বলেন, ‘আমরা সারাদিনই বল নিয়ে থাকি, কিন্তু বাড়িতে খুব বেশি খেলতে দেয় না। বেশি এলোমেলো করা চলবে না। কখনও কখনও হয়তো একটু পাগলাটে খেলা খেলি, একে অপরের সঙ্গে ওয়ান-অন-ওয়ান।’

এই হালকা মেজাজের কথাবার্তার পাশাপাশি মেসি তার রোমান্টিক দিকের কথাও জানান, যদিও তিনি নিজেই স্বীকার করেন যে খুব বেশি আবেগের প্রকাশ তিনি করেন না।

তার ভাষায়, ‘আমি যত্নশীল। প্রতিদিনই ছোটখাটো কিছু উপহার দিতে ভালো লাগে। নিজের অনুভূতি প্রকাশ করা আমার জন্য কঠিন, কিন্তু সত্যি কথা হলো- আমি যাদের ভালোবাসি, তাদের সবসময় খুশি দেখতে চাই। আন্তোনেলা আমার চেয়ে অনেক বেশি আবেগপ্রবণ। এমনকি আমরা কখনও কখনও তর্কও করি, কারণ আমার ঠান্ডা স্বভাবের কারণে সে নাকি আগের মতো প্রকাশভঙ্গি রাখে না। তবু আমি চাই- আমি যাদের ভালোবাসি, তারা যেন সবসময় সুখে থাকে।’

Share this news on:

সর্বশেষ

img
১৫০ কোটির বিটকয়েন কেলেঙ্কারিতে তলব রাজ কুন্দ্রাকে Jan 09, 2026
অল্প বয়সে সাহসী ও মানবিক উদ্যোগ Jan 09, 2026
img
ঢাকা মহানগরীর ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি Jan 09, 2026
img
রাভীনা থেকে টুইঙ্কল, একের পর এক সম্পর্কে ছিলেন অক্ষয়! Jan 09, 2026
img
২ বছর পরে প্রেক্ষাগৃহে ফিরতেই উৎসব আমেজ প্রভাস-ভক্তদের Jan 09, 2026
img
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল ও বার্সা মহারণ Jan 09, 2026
img
২০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, আরও জেঁকে বসছে শীত Jan 09, 2026
img
দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে : মির্জা ফখরুল Jan 09, 2026
img
কমিশনের বৈঠক শেষে জানা গেল পে-স্কেল নিয়ে সর্বশেষ খবর Jan 09, 2026
img
ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় সেনা পাঠাচ্ছে প্রতিবেশী দেশ ব্রাজিল Jan 09, 2026
img
আমি হাবা-গোবা না, খুবই রাগী মানুষ: চাষী আলম Jan 09, 2026
img
যশের ২ মিনিট ৫১ সেকেন্ডের অ্যাকশন দৃশ্যে কাঁপছে নেট দুনিয়া Jan 09, 2026
img
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান! Jan 09, 2026
img
বছরের প্রথম সপ্তাহেই এলো ৯১ কোটি ডলার রেমিট্যান্স Jan 09, 2026
img
চালের দাম প্রতি কেজিতে ৫ টাকা বাড়ল Jan 09, 2026
img
জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বিশ্ববিদ্যালয়ের ফলাফল: মির্জা ফখরুল Jan 09, 2026
img
পুতিনের যেকোনও সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের অঙ্গীকার করেছেন কিম জং উন Jan 09, 2026
img
বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় গবেষণার বিষয়: মির্জা ফখরুল Jan 09, 2026
img
ব্যালট পেপার পরিবহনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির Jan 09, 2026
ধর্মঘট প্রত্যাহার, এলপিজি না পেয়ে ভোগান্তিতে মানুষ Jan 09, 2026