চতুর্থ আসরে এসে প্রথম হ্যাটট্রিক দেখল দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি।
রান তাড়ায় তখনও ভালোভাবেই ম্যাচে ছিল ডারবান’স সুপার জায়ান্টস। তবে পরপর তিন বলে তিন উইকেট নিয়ে চিত্র পাল্টে দিলেন লুঙ্গি এনগিডি। জস বাটলার চেষ্টা করলেও পারলেন না দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় নিয়ে যেতে। দলের পরাজয়ের সঙ্গে যোগ হলো তার ব্যক্তিগত আক্ষেপও।
এসএ টোয়েন্টিতে বুধবার বাটলারদের ডারবান’স সুপার জায়ান্টসকে ১৫ রানে হারায় প্রিটোরিয়া ক্যাপিটালস। ডারবানের কিংসমিডে ২০১ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৮৬ রানে আটকে দেয় তারা।
ম্যাচের প্রথম ভাগে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ‘ম্যাচ অব দা ম্যাচ’ শেই হোপ। ৯টি করে চার ও ছক্কায় ৬৯ বলে অপরাজিত ১১৮ রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগটির চার আসর মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি।
বাটলার সেঞ্চুরি পাননি ৩ রানের জন্য। ৯ চার ও ৫ ছক্কায় ৫২ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন ইংলিশ ব্যাটসম্যান। হ্যাটট্রিক করে অনন্য কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার এনগিডি। এসএ টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিক এটিই।
মুহূর্তটিতে আসে অষ্টাদশ ওভারে। ৫ উইকেট হাতে নিয়ে শেষ ৩ ওভারে সুপার জায়ান্টসের প্রয়োজন ছিল ৪৪ রান। ওই ওভারের প্রথম বলে দুই রান নেন ডেভিড ভিসা। পরের বলে নামিবিয়ার অলরাউন্ডারকে ফিরিয়েই হ্যাটট্রিকের পথে যাত্রা শুরু এনগিডির। ক্যাচ দিয়ে ফেরেন ভিসা।
পরের বল পুল করার চেষ্টায় ঠিকমতো পারেননি সুনিল নারাইন। বৃত্তের ভেতরেই সহজ ক্যাচ নেন ফিল্ডার। পরের বলে জেরল্ড কুটসিয়া ক্যাচ দিয়ে আউট হলে ইতিহাসের পাতায় নাম উঠে যায় এনগিডির, হ্যাটট্রিক।
ওই ওভারে আসে কেবল ৪ রান। পরের ওভারে লিজাড উইলিয়ামসকে বাটলারের দুই ছক্কা ও এক চারে রান আসে মোট ২২। শেষ ওভারে দরকার পড়ে ১৮ রান। বাটলার অপরাজিত তখন ৯৫ রানে।
ক্যারিবিয়ান অফ স্পিনিং অলরাউন্ডার রোস্টন চেইসের প্রথম দুই বলে রান নেওয়ার সুযোগ থাকলেও নেননি বাটলার। তৃতীয় বলে দ্বিতীয় রানের চেষ্টায় ছোটেন তিনি, রান আউট হন কিউনা মাফাকা। চতুর্থ বলে আবার বাটলারের দ্বিতীয় রানের চেষ্টায় নুর আহমাদ রান আউট এবং ম্যাচের সমাপ্তি।
এসএস/টিএ