আখতারুজ্জামান মালু দেওয়ান অভিনয় করছেন কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের ৫ নম্বর সিজনে। এক সময় ছিলেন শুধু লোকেশন খোঁজার ম্যানেজার।
ক্যামেরার পেছনে শুটিং স্পট ঠিক করে দিতেন, পরিচালক-প্রযোজকের স্বপ্নের দৃশ্য ফুটিয়ে তুলতে ছুটে বেড়াতেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এরপরই আসেন অভিনয়ে।
ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন। তবে পরিচিতি পান ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে।
এই ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পাওয়াকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যমে বললেন, ২০২৬ সালে কী হারিয়েছি ১৫ মিনিট ভেবেও মনে করতে পারছি না।
তবে আমার এই জীবনে সব থেকে বড় পাওয়া, যা এখনো চলছে; দেশের সবথেকে জনপ্রিয় মেগা সিরিজ কাজল আরেফিন অমি ভাই-এর ব্যাচেলর পয়েন্ট সিজন-৫।
ব্যাপক পরিচিতি পেয়েছেন জানিয়ে আখতারুজ্জামান মালু দেওয়ান বললেন, আমার বাড়ি রংপুর হওয়ার কারণে রংপুরসহ আশপাশের সব অঞ্চলের মানুষ আমাকে ব্যাপক সহায়তা করেছে। আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে মালু দেওয়ান/মালু দালাল চরিত্রটি এখন ব্যাপক জনপ্রিয়।
আমার পুরো জীবন বদলে দিল কাজল আরেফিন অমি ভাইয়ের ব্যাচেলর পয়েন্ট সিজন-৫।
তৌহিদ তালুকদার ভাই এবং সজিব ভাই, তৌসিফ ভাই, মামুন ভাই, বুম ফিল্মস-এর পুরো টিম। আমার মায়ের জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন।
আখতারুজ্জামান মালু দেওয়ান অভিনয় করেছেন ওয়েব ফিল্ম অসময়, নাটক বিদেশ, নাটক ফিমেল–৪, ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্স, চলচ্চিত্র দাগী ও ব্ল্যাক মানিতে। তবে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন।
এসকে/এসএন