টলিপাড়া একবার আবার সরগরম, যখন হঠাৎই কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ধরা পড়লেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। এই চিত্রটি মুহূর্তে গুঞ্জন সৃষ্টি করল তিনদলীয় জুটির ৫১তম ছবি কি এ বছরের শারদীয়া পুজোয় দর্শকের সামনে আসছে?
কিন্তু কৌশিক নিজেই এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। এক গণমাধ্যমকে আলাপচারিতায় তিনি হাসতে হাসতে জানালেন, “বুম্বাদা ডাবিং করতে এসেছিলেন। আমি স্টুডিয়োয় গিয়েছিলাম। সেখানেই আমাদের তিনজনের দেখা। একসঙ্গে আড্ডা দিলাম, ছবি তুললাম। সেটাই ঘটেছে।” অর্থাৎ পুজোয় কোনও নতুন ছবির ঘোষণা নয়, কেবল হঠাৎ দেখা মিলেছে মাত্র।
তাঁর কথায়, শারদীয়া কিংবা অন্য কোনও উৎসবের সময় ছবির মুক্তি নির্ধারণের বিষয়ে তিনি আগ্রহী নন। “আমার বিশ্বাস, যদি গল্প ভালো হয়, দর্শক পছন্দ করেন, তাহলে উৎসবের ছুটি ছাড়াও ছবি হিট হতে পারে। ‘স্বার্থপর’ ছবিটাই তার উদাহরণ,” যোগ করেছেন তিনি।
কৌশিক আরও জানিয়েছেন, ‘কিশোরকুমার জুনিয়র’ ছাড়া তার কোনও ছবি এখনও পুজোয় মুক্তি পায়নি। ‘অযোগ্য ২’ নিয়েও এখনও কোনও পরিকল্পনা নেই। তবে আগামীতেও তিনি বুম্বাদা ও ঋতুপর্ণার সঙ্গে কাজ করতে আগ্রহী, তবে সময় আসলেই।
টলিপাড়ার এই ছোট দেখা মিলনের মুহূর্তও দর্শকদের কৌতূহল ছড়িয়ে দিয়েছে। সত্যিই কি দর্শকরা শীঘ্রই ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে আবার একসঙ্গে পর্দায় দেখতে পাবেন, নাকি তা শুধুই বন্ধুত্বের আড্ডার অংশ সেটাই এখন কৌতূহলের বিষয়।
এমকে/এসএন