‘যেন তারা ঘুমাতে না পারে এবং অনেক কিছু ভাবে, যেমনটা আমি ভাবব’, বললেন বেনফিকার কোচ।
জোসে মরিনহো।
পর্তুগিজ লিগ কাপের সেমি-ফাইনালে ব্রাগার বিপক্ষে অপ্রত্যাশিত হারে ক্ষুব্ধ বেনফিকা কোচ জোসে মরিনিয়ো। খেলোয়াড়দের ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। নানা বিতর্কের কেন্দ্রে থাকা এই কোচের আশা, খেলোয়াড়রা ‘ঘুমাবে না বরং অনেক বেশি ভাববে।’
ব্রাগার বিপক্ষে বুধবার ফেভারিট হিসেবে মাঠে নেমে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বেনফিকা। শেষ পর্যন্ত তারা হেরে যায় ৩-১ গোলে। শেষ দিকে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি লাল কার্ড দেখলে ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয় বেনফিকাকে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মরিনিয়ো বলেন, অভাবনীয়ভাবে বিদায়ের কথা ভাবার জন্য আগামী কয়েকদিন সেক্সালে ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডের কমপ্লেক্সে ঘুমাবেন তার খেলোয়াড়রা।
“ফাইনালে খেলতাম ভেবে আমরা বাড়ি যাচ্ছি না, আমরা সেক্সালে যাচ্ছি। খেলোয়াড়রা সেক্সালে ঘুমাবে এবং আগামীকাল অনুশীলন থাকবে, পরশু অনুশীলন থাকবে।”
“তবে শনিবার কোনো ম্যাচ নেই। যেহেতু শনিবার আমাদের ফাইনালে খেলা হচ্ছে না, তাই আমাদের পরবর্তী ম্যাচ আগামী বুধবার (পর্তুগিজ কাপ কোয়ার্টার-ফাইনালে) এফসি পোর্তোর বিপক্ষে। যখন আমরা সেক্সালে পৌঁছাব, সবাই যার যার ঘরে চলে যাবে। আশা করি, খেলোয়াড়রা আমার মতোই ভালো ঘুমাবে, মানে তারা একেবারেই ঘুমাবে না। আমি তাদের জন্য এটাই প্রত্যাশা করি। যেন তারা ঘুমাতে না পারে এবং অনেক কিছু ভাবে, যেমনটা আমি ভাবব।”
আরেক সেমি-ফাইনালে মঙ্গলবার ভিতোরিয়া গিমারাইসের বিপক্ষে স্পোর্তিং সিপি ২-১ গোলে হেরে যাওয়ায়, লিগ কাপের শিরোপা জয়ের আশায় ছিল বেনফিকা। কিন্তু তাদের স্বপ্ন গুঁড়িয়ে গেল সেমি-ফাইনালেই।
২০০০ সালে বেনফিকার কোচ হিসেবেই কোচিং ক্যারিয়ার শুরু করেন মরিনিরো। কিন্ত ক্লাব সভাপতির সঙ্গে বিরোধের জেরে তার সেই অধ্যায় শেষ হয়ে যায় ১১ ম্যাচেই। চেলসি, রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ আবার বেনফিকায় ফেরেন গত সেপ্টেম্বরে।
এই সময়ে বেনফিকার দায়িত্বে ২৩ ম্যাচের মধ্যে তিনি ১৪টিতে জিতেছেন এবং বুধবারের পরাজয়ের ফলে টানা ১১ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়েছে।
খেলোয়াড়দের যোগাযোগের ঘাটতি নিয়ে হতাশ স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ মরিনিয়ো।
“আগামীকাল আমরা কথা বলা শুরু করতে পারি, যেটা লকার রুমে হয়নি। আমি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করতে পছন্দ করি। আমরা প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের মধ্যে পার্থক্য নিয়ে কথা বলব এবং এফসি পোর্তোর বিপক্ষে ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেব।”
পর্তুগালের শীর্ষ লিগ প্রিমেইরা লিগায় বেনফিকা আছে তৃতীয় স্থানে, শীর্ষে থাকা পোর্তোর চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে।
এমকে/এসএন