১৮ ওভার শেষে সিলেট টাইটান্সের স্কোর ১৩৫ রান। তাদের দেড়শ রান হওয়া নিয়ে শঙ্কা। কিন্তু মঈন আলী ১৯তম ওভারে তিন ছয় ও দুই চারে নিলেন ২৮ রান। বোলিংয়ে ছিলেন নাসির হোসেন। গতকাল বিপিএলের ম্যাচে ২০ রানে হারের পর ঢাকা ক্যাপিটালস সেই ওভারের জন্য আক্ষেপে পুড়ল। হারের পর অধিনায়ক মোহাম্মদ মিঠুন আফসোস নিয়ে বললেন, নাসিরকে সেই ওভার করতে দেওয়াই হয়েছে সবচেয়ে বড় ভুল।
মিঠুন কোনো রাখঢাক না রেখেই বললেন, ‘এটা (নাসিরকে ১৯তম ওভারে আনা) আমার জীবনের অন্যতম বড় ভুল। এর আগে নাসির ৩ ওভারে ৭ রান দিয়েছে। মঈন ভাই উইকেটে আসে, আমি ভেবেছিলাম বল গ্রিপ করবে বা আমি ভেবেছিলাম নাসির মঈন ভাইকে আটকাতে পারবে। সফল হলে তো ভালো হত। একইসাথে ওই সময় নাসিরকে বলে আনাটা ঠিক হয়নি। এটা আমার ভুল হয়েছে। যেহেতু আমার হাতে অপশন ছিল অন্য অপশন কাজে লাগাতে পারতাম।’
নাসির প্রথম তিন ওভারে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট নিয়ে মিঠুনের ভরসা হয়ে উঠেছিলেন। তাই তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ওভার বাকি থাকলেও তার হাতে বল তুলে দেন। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি নাসির।
শেষ ওভারে আরও দুটি ছক্কা মারে সিলেট, রান হয় ১৮০। এই রান তাড়া করার মত ছিল কিনা এমন প্রশ্নের জবাবে মিঠুন বলেন, ‘আসলে যেভাবে শুরু হয়েছিল ১৮০ রান তাড়া করার মত অবস্থা ছিল। মাঝের ওভারে তারা অনেক ভালো বল করেছে। তারা উইকেটকে ভালোভাবে কাজে লাগিয়েছে প্ল্যান অনুযায়ী। আমরা মিডল ওভারে শিশির পড়লে যেভাবে বল ব্যাটে আসে, আজকে ১৫তম ওভারে মঈন আলী আসার পর বড় বড় টার্ন করছিল। রানটা একটু বেশি হয়ে গেছে, এই রান ১৮০ হওয়া উচিত ছিল না। অনেক হতাশাজনক।’
১৬০ রানে থামা ঢাকার পারফরম্যান্স নিয়ে অধিনায়ক বলেছেন, ‘একটা ম্যাচ বাদে বাকি সব ম্যাচই ফাইট করেছি। শেষে স্লগ ওভারে ছোট ছোট ভুল হয়ে যাচ্ছে। যেটা ১৪০ রানে আটকানোর কথা সেখানে ১৬০ রানে নিয়ে যাচ্ছি। ডেথ ওভার নিয়ে আমরা বোলারদের সাথে কথা বলছি। বোলারদেরকে সেখানে ক্লিয়ার মাইন্ড থাকতে, এক্সিকিউশন করাটা অনেক জরুরি। ছোট ছোট অনেক ভুল আমরা করছি যা না হলে আরও ভালো জায়গায় থাকতাম।’
এমআই/এসএন