শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ২ ঘণ্টায় ৪০ জনের আপিল

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ৪০ জন মনোনয়ন প্রার্থী।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (২ ঘণ্টায়) এই আপিলগুলো জমা পড়েছে।

কেন্দ্রীয় আপিল বুথ থেকে কর্মকর্তারা জানান, বিকেল ৫টা পর্যন্ত এই আপিল আবেদন চলবে। আর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪০ জন মনোনয়ন প্রার্থী আপিল করেছেন। এর আগে গত চার দিনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট আপিল জমা পড়েছে ৪৬৯টি।

ইসির কর্মকর্তারা আরও জানান, বৃহস্পতিবার একদিনেই সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়।

সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রার্থীরা অস্থায়ী বুথগুলোর সামনে দাঁড়িয়ে আপিল আবেদন ও কাগজপত্র জমা দিচ্ছেন।

দুপুর সোয়া বারোটার দিকে রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান আপিল করেন। তিনি বলেন, তিনি ন্যায়বিচারের প্রত্যাশায় নির্বাচন কমিশনে আপিল করেছেন।

এসময় আপিল আবেদন করা নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশিদ বলেন, আমার মনোনয়ন বাতিলের পেছনে ভোটার সমর্থন সংক্রান্ত জটিলতা দেখানো হয়েছে। তিনি মনে করেন, ভোটের আগেই প্রকাশ্যভাবে ভোটারের সমর্থন যাচাই করা যৌক্তিক নয়। নির্বাচন কমিশন আপিল শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেবে।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও। এ উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দেন সম্ভাব্য প্রার্থীরা। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন জানায়, সারা দেশের ৩০০ সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় নির্ধারণ করা হয় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

হাদি প্রসঙ্গে যা বললেন রাকসু জিএস আম্মার Jan 11, 2026
দুটি কাপ দিয়ে নির্বাচনের চিত্র দেখালেন জামায়াত নেতা শাহরিয়ার কবির Jan 11, 2026
আলাদা থাকছেন তাহসান-রোজা, বিচ্ছেদের গুঞ্জন Jan 11, 2026
img
তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, প্রত্যাশা মোদীর Jan 11, 2026
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা; গতানুগতিকের বাইরে কি থাকছে? Jan 11, 2026
প্রেমিকার ঘনিষ্ঠতায় বিরক্ত বীর পাহাড়িয়া Jan 11, 2026
নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল ও চমক Jan 11, 2026
img
প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের মামলায় ৫ আসামির রিমান্ড মঞ্জুর Jan 11, 2026
img
সাহায্য আসছে- ইরানের বিক্ষোভকারীদের বললেন ট্রাম্পের মিত্র Jan 11, 2026
img
ইবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে ইউসুব-রাফি Jan 11, 2026
img
ঢামেকে চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর Jan 11, 2026
img
ব্রিটেনে ‘স্টর্ম গরেট্টি’র তাণ্ডবে প্রাণ গেল ১ জনের Jan 11, 2026
img
গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার Jan 11, 2026
img
নিজ আসনের প্রার্থীকে পাকিস্তানি হানাদারদের চাইতে খারাপ বললেন কাদের সিদ্দিকী Jan 11, 2026
img
আবারও বাড়তে পারে শীতের দাপট Jan 11, 2026
img
'গত জুলাই থেকে আলাদা থাকছেন তাহসান ও রোজা' Jan 11, 2026
img
ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে সেনাবাহিনী ও আইআরজিসির ‘রেড লাইন’ ঘোষণা Jan 11, 2026
img
ভারতীয় ক্রিকেট শিবিরে আবারও দুঃসংবাদ Jan 11, 2026
img
ঢাবি ক্যান্টিনের খাবারে পোকা, ক্ষোভ শিক্ষার্থীদের Jan 11, 2026
img
চট্টগ্রামে ‘জামায়াত কর্মীকে’ গুলি করে হত্যা Jan 11, 2026