বরিশালে যুবলীগকর্মী ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এমন অভিযোগ করেছে তার পরিবার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের।
আটক শাহজাহান হাওলাদার (৬০) ওই ইউনিয়নের যুবলীগ কর্মী শামীমের বাবা।
এঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় সাদ্দাম বাজারের ব্যবসায়ীরা শুক্রবার (৯ জানুয়ারি) দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান। শাহজাহান ওই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ধানডোবা খ্রিষ্টান মিশনের বয়েজ হোস্টেলের নৈশ প্রহরীর চাকরি করেন।
বাজারের একাধিক ব্যবসায়ী জানান, সাদ্দাম বাজারে শাহজাহানের ছেলে শামীমের মুদি দোকান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাহান ছেলের দোকানে বসেন। তখন শামীম দোকানে ছিলেন না। পুলিশ এসে শামীমকে না পেয়ে শাহজাহানকে আটক করে নিয়ে যায়।
শাহাজাহানের আরেক ছেলে ফয়সাল হাওলাদার জানান, তার বাবা সাদ্দাম বাজারের পুরনো ব্যবসায়ী। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নেই। তার ভাই শামীম হাওলাদার যুবলীগের সমর্থক ছিল। তবে তার কোনো পদপদবী কিংবা কোনো মামলা নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ এসে শামীমকে না পেয়ে বাবাকে আটক করে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা শুক্রবার ধর্মঘট করেছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, শাহজাহানকে ডেভিল হান্টের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
টিজে/টিকে