যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ‘বাস্তব হুমকি’ হিসেবে দেখছে কলম্বিয়া: পেত্রো

কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ‘বাস্তব হুমকি’ হিসেবে দেখছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।


ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর সামরিক অভিযান ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিবিসিকে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।


কয়েক মাসের হুমকি-ধামকির গত শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে ভেনিজুয়েলা আক্রমণ করে মার্কিন বাহিনী। রাজধানী কারাকাস ছাড়াও কয়েক জায়গায় যুদ্ধবিমান থেকে বোমাও বর্ষণ করে। এরপর মাদুরো ও তার স্ত্রীকে তাদের বাসভবন থেকে টেনে-হিঁচড়ে বের করে আনে তারা।

প্রথমে হেলিকপ্টার এরপর জাহাহে করে তাদের নিয়ে যাওয়া হয় নিউইয়র্কে। সেখানে তাদের কারাগারে রাখা হয়েছে। এর মধ্যে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, এখন থেকে ভেনিজুয়েলা আমেরিকাই চালাবে। সেখানকার তেলভাণ্ডারের ওপরও নিজেদের কর্তৃত্ব ঘোষণা করেন তিনি।

শুধু তাই নয়, কলম্বিয়া ও কিউবাকেও ভেনেজুয়েলার ‘পরিণতি’ হবে বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। গত রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘কলম্বিয়ায় একজন অসুস্থ ব্যক্তি দেশ চালাচ্ছেন, যিনি কোকেন তৈরি করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। আমি আপনাকে বলতে চাই, তিনি খুব বেশি দিন এমনটা চালিয়ে যেতে পারবেন না।’

পেত্রোকে ‘সাবধানে থাকতে’ হুশিয়ারিও দেন ট্রাম্প। এরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ট্রাম্পের হুমকির জবাব দেন সাবেক বামপন্থি গেরিলা নেতা পেত্রো। বলেন, প্রয়োজনে আবারও হাতে অস্ত্র তুলে নেবেন তিনি। এরপর গত বুধবার (৭ জানুয়ারি) রাতে পেত্রোর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানান তিনি।

ফোনালাপের পর ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পেত্রোর সাথে তার কথোপকথনকে ‘বিরাট সম্মান’ বলে বর্ণনা করেন। কলম্বিয়ার একজন কর্মকর্তা সেই সময় বলেন, কথোপকথনে ‘উভয় পক্ষের’ আগের বাগযুদ্ধের ১৮০ ডিগ্রি পরিবর্তন লক্ষ্য করা গেছে।

কিন্তু বৃহস্পতিবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে পেত্রোর কথার সুর থেকে স্পষ্ট যে, সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়নি। সাক্ষাৎকারে কলম্বিয়ার এই নেতা বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে মার্কিন সাম্রাজ্যের অংশ হিসেবে গণ্য করছে। তার মতে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘বিশ্বের ওপর আধিপত্য করা’র জায়গা থেকে ‘বিশ্ব থেকে বিচ্ছিন্ন’ হওয়ার ঝুঁকি নিচ্ছে।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে চলমান অভিবাসনবিরোধী পদক্ষেপের কঠোর সমালোচনা করেন পেত্রো। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের সমালোচনা করে তিনি বলেন, আইসিই ‘নাৎসি বাহিনী’র মতো কাজ করছে।

সাক্ষাৎকারে পেত্রো ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপের বিষয়টি নিয়েও কথা বলেন। তিনি জানান, সেদিন ট্রাম্পের সঙ্গে তার এক ঘণ্টার কিছু কম সময় কথা হয়। ‘কথোপকথনের বেশিরভাগ ছিল আমাকে ঘিরে’ এবং ‘কলম্বিয়ার মাদক-পাচার’, ভেনেজুয়েলা সম্পর্কে কলম্বিয়ার দৃষ্টিভঙ্গি এবং ‘যুক্তরাষ্ট্র সম্পর্কে লাতিন আমেরিকায় কী ঘটছে’ তা নিয়ে। 

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এমবাপেকে নিয়ে সুসংবাদ দিলেন রিয়াল কোচ Jan 10, 2026
img
জীবন একটাই, স্বপ্ন পূরণে মনোযোগী হও: আলিয়া Jan 10, 2026
img
বিশ্বকাপের আগে ১২৪৮ খেলোয়াড়ের ডিজিটাল স্ক্যান Jan 10, 2026
img
আজ কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস Jan 10, 2026
img
জেরুজালেমে বসতি প্রকল্প বাস্তবায়নে ৪৫ দিনের নোটিশ জারি ইসরায়েলের Jan 10, 2026
img
চুল টানার জন্য কিনের ৩ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল Jan 10, 2026
img
গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে আবারও উত্তেজনা বাড়ালেন ট্রাম্প Jan 10, 2026
img
ডাম্বুলায় বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ Jan 10, 2026
img
ইরানে বিক্ষোভে সহিংসতা: যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের উদ্বেগ Jan 10, 2026
img
বয়স ৪২ ছুঁইছুঁই! কেন এখনও অবিবাহিত পায়েল সরকার? Jan 10, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত ভেনেজুয়েলার Jan 10, 2026
img
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল Jan 10, 2026
img
চট্টগ্রামে ডজনখানেক মামলার আসামি সাঈদ গ্রেপ্তার Jan 10, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা আয়ারল্যান্ডের Jan 10, 2026
img
১০ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Jan 10, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Jan 10, 2026
img
শিশুর মানসিক বিকাশে প্রযুক্তির প্রভাব Jan 10, 2026
img
দীর্ঘ ২২ বছর পর সেমিফাইনালে মরক্কো Jan 10, 2026
img
নবযুক্ত ৮ ইউনিয়নের প্রকল্পের পুনঃতদন্ত কমিটি গঠন করলো ডিএসসিসি Jan 10, 2026
img
চোখ লাফানো মানে কী? Jan 10, 2026