বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েই চলেছে রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির এক মাস পেরিয়ে গেলেও প্রেক্ষাগৃহে ছবিটির জয়জয়কার! ইতোমধ্যে হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের তালিকায় নাম লিখিয়েছে এই সিনেমাটি।
বক্স অফিস ট্র্যাকিং সাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করছে ‘ধুরন্ধর’। ভারতের বাজারেই এখন পর্যন্ত অর্থাৎ ৩৬ দিনে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ৭৯২ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা)। আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১২৫৯ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা)।
মুক্তির পর থেকেই ‘ধুরন্ধর’ সিনেমাটি নানা বিতর্কের জন্ম দিয়েছে। মূলত সিনেমার কিছু সংলাপে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং দেখানো হয়, পাকিস্তানের মদদে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারতে হামলা চালাচ্ছে। ফলে প্রতিবেশী দেশকে নেতিবাচকভাবে তুলে ধরার জন্য সমালোচকদের তীর ও চলেছে ‘ধুরন্ধর’ এর দিকে।
এ নিয়ে ভারতের কয়েকটি রাজ্যে সিনেমাটি প্রদর্শনী বন্ধের দাবিও উঠেছিল। তবে এই বিতর্ক সিনেমার ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলার বদলে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে, যা ছবিটিকে ব্লকবাস্টারের তকমা পেতে সাহায্য করেছে।
ইতোমধ্যেই যশরাজ ফিল্মস এই সিনেমাটিকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মাইলফলক হিসেবে অভিহিত করেছে। প্রথম কিস্তির এই অভাবনীয় সাফল্যের পর দর্শকদের নজর এখন এর পরবর্তী সিক্যুয়েলের দিকে। নির্মাতা আদিত্য ধর জানিয়েছেন, ‘ধুরন্ধর পার্ট টু’ আসবে চলতি বছরেই।
আরআই/টিকে