হাসপাতালের শয্যা থেকেই চোখে জল নিয়ে ট্রোলারদের কাছে কাতর আর্জি জানালেন সঙ্গীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামাজিক মাধ্যমে সরাসরি এসে তিনি অনুরোধ করেন, নেটপাড়ার বিষাক্ত কথায় যেন তাঁকে আর আঘাত না করা হয়। দেবলীনাকে নিয়ে সাম্প্রতিক ঘটনার পর থেকে যেভাবে কটূক্তি ও অশালীন মন্তব্য ছুটে এসেছে, তাতে তাঁর মানসিক যন্ত্রণা আরও বেড়েছে বলেই জানিয়েছেন তিনি।
লাইভে দেবলীনা স্পষ্ট বলেন, তিনি যে সিদ্ধান্তের পথে গিয়েছিলেন তা ভুল ছিল। মা ও স্বামীর টানাপোড়েনের মাঝে মানসিকভাবে ভেঙে পড়েই তিনি সেই চরম অবস্থায় পৌঁছেছিলেন। এখন ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন বলেও জানান। তাঁর আবেদন, ট্রোল ও কটূক্তির মাধ্যমে যেন তাঁর মানসিক শান্তি নষ্ট না করা হয়।
দেবলীনার কথায়, তিনি জীবনের একাধিক গুরুত্বপূর্ণ সম্পর্ক হারিয়েছেন, যা তাঁর কাছে মৃত্যুর সমান যন্ত্রণা। সেই অবস্থায় নেটপাড়ার আক্রমণ তাঁর শ্বাসরোধ করে দিচ্ছে। তাই সকলের কাছে তাঁর অনুরোধ, একটু সুস্থভাবে বাঁচার সুযোগ দেওয়া হোক।
এই প্রসঙ্গে দেবলীনাদের পরিবারের তরফে আগেই দাবি করা হয়েছে, শ্বশুরবাড়িতে মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। তবে শনিবারের লাইভে দেবলীনা স্পষ্ট জানিয়ে দেন, তিনি স্বামী ও সংসার দুটোই হারিয়েছেন। আপাতত তাঁর একমাত্র চাওয়া, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ।
পিআর/টিএ