আজ ১০ জানুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৯ মাস পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর ১৯৭২ সালের এই দিনে তিনি স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন।
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুকে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে গ্রেপ্তার করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন কঠোর নিরাপত্তার মধ্যে বন্দিজীবন কাটাতে হয় তাকে। ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করলেও বঙ্গবন্ধু তখনও বন্দি ছিলেন।
বঙ্গবন্ধু ৭ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান। ১০ জানুয়ারি সকালে তিনি দিল্লিতে পৌঁছে উষ্ণ সংবর্ধনা পান। একই দিনে বেলা ১টা ৪১ মিনিটে বঙ্গবন্ধু ঢাকায় তেজগাঁও বিমানবন্দরে পৌঁছান। লাখো মানুষ তাকে স্বাগত জানায়। ঐতিহাসিক মুহূর্তে তিনি বলেছিলেন, ‘আজ আমি আমার মানুষের কাছে ফিরে এসেছি।’
এসএস/টিএ