স্টাইলিশ লুকের জন্য চিত্রনায়িকা শবনম বুবলীকে বরাবরই পছন্দ করেন ভক্তরা। শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে নিজের নতুন কিছু ছবি প্রকাশ করে ফের আলোচনায় চলে এলেন নায়িকা। ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকে তার এই নজরকাড়া উপস্থিতি রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের।
ছবিগুলোতে বুবলীকে দেখা যায় একদম ভিন্ন এক আবহে। সাধারণত বিয়ে বাড়ির হলুদের আয়োজনে এমন করেই সাজেন মেয়েরা; সেই আবহেই এবার দেখা মিলল বুবলীকে।
শবনম বুবলী।
বুবলীর পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের শাড়ি, যাতে রয়েছে রঙিন সুতার নিখুঁত কারুকাজ। সঙ্গে পরেছেন বেগুনি রঙের এমব্রয়ডারি করা ব্লাউজ। সাজের পূর্ণতা দিতে তিনি বেছে নিয়েছেন হলুদ ও সাদা ফুলের গয়না; মাথায় ফুলের ‘মাং টিকা’ এবং কানে ফুলের দুল। সব মিলিয়ে এই লুকে প্রাণবন্ত দেখায় নায়িকাকে।
এছাড়াও, বুবলীকে একটি সুসজ্জিত দোলনায় বসে থাকতে দেখা যায়। দোলনাটি গাঁদা ফুল এবং লাল গোলাপ দিয়ে চমৎকারভাবে সাজানো ছিল। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘রঙ হলো প্রকৃতির হাসি’।
এই ছবিগুলো প্রকাশের পর মন্তব্যঘরে ওঠে ভক্তদের প্রশংসার জোয়ার। ভক্তদের অনেকে নায়িকাকে ‘হলুদ পরী’ বলে আখ্যা দেন।
বর্তমানে বুবলী ব্যস্ত আছেন তার আসন্ন চলচ্চিত্র ‘পিনিক’ নিয়ে। সম্প্রতি এই সিনেমার ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোম্যান্টিক গানের শুটিং শেষ হয়েছে। গানটি এক টেকে (ওয়ান টেক) শুট করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।
সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার এই সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমাটি আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
এমআই/টিকে