নওগাঁর পোরশা উপজেলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গাঙ্গুরিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তোজাম্মেল হক গাঙ্গুরিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি গাঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে পোরশা থানার ওসি মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার তোজাম্মেলের বিরুদ্ধে থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। শনিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে হাজতে পাঠানো হয়েছে।
পিআর/টিএ