১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। এই সিরিজ দিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবার ভারতীয় ওয়ানডে দলে ফিরছেন বিরাট কোহলি। আর তার ফেরার সঙ্গে সঙ্গেই আলোচনায় উঠে এসেছে একাধিক ঐতিহাসিক রেকর্ডের সম্ভাবনা।
বিরাট কোহলি মানেই আগ্রাসী মানসিকতা, অটুট আত্মবিশ্বাস আর অতুলনীয় ধারাবাহিকতা।
চাপের মুহূর্তে দায়িত্ব নেওয়া, রেকর্ড ভাঙা এবং দলকে জেতানো- এই তিন গুণেই আধুনিক ক্রিকেটে নিজেকে জীবন্ত কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি।
ভারত নিউজিল্যান্ড সিরিজে বিরাট কোহলির সামনে যে তিন রেকর্ড...
দ্রুততম ২৮ হাজার রানের মাইলফলক
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮,০০০ রানের মাইলফলক থেকে কোহলি মাত্র ২৫ রান দূরে। এখন পর্যন্ত ৬২৩ ইনিংসে তার সংগ্রহ ২৭,৯৭৫ রান। এই কীর্তি গড়তে পারলে তিনি হবেন শচিন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার পর তৃতীয় ক্রিকেটার।
তবে সবচেয়ে কম ইনিংসে এই মাইলফলক ছোঁয়ার কীর্তি হবে একান্তই কোহলির।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ শতকের রেকর্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ব্যক্তিগত আধিপত্য আরো বাড়ানোর সুযোগও রয়েছে তার সামনে। কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত ৬টি ওয়ানডে শতক করেছেন কোহলি-যা সমান বীরেন্দ্র শেবাগ ও রিকি পন্টিংয়ের সঙ্গে। আসন্ন সিরিজে আর মাত্র একটি সেঞ্চুরি করলেই তিনি হবেন বিশ্বের প্রথম ব্যাটার, যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৭টি শতকের রেকর্ড গড়বেন।
কিউইদের বিপক্ষে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক
আরেকটি বড় রেকর্ডও হাতছানি দিচ্ছে কোহলিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য তার প্রয়োজন মাত্র ৯৩ রান। বর্তমানে ৩৩ ম্যাচে কিউইদের বিপক্ষে তার সংগ্রহ ১,৬৫৭ রান। এই সিরিজে সেই মাইলফলক ছুঁতে পারলে তিনি ছাড়িয়ে যাবেন শচীন টেন্ডুলকারকে।
ভারতীয় এই তারকা ক্রিকেটারের বিক্ষণতা,সাম্প্রতিক ফর্ম,ধারাবাহিকতা এবং তার আত্মবিশ্বাসই বলে দেই এই রেকর্ডগুলো থেকে মাত্র কয়েক কদম দূরে রয়েছেন তা নির্দ্বিধায় বলায় যায়।
এমআই/টিকে