দেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয়ার কারণে দেশ ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে বলে দাবি করেছেন আইন, ক্রীড়া ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক নীতি সংলাপে এই দাবি করেন তিনি।
 
আসিফ নজরুল বলেন, ‘আমাদের সরকারের সাফল্য নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে। কিন্তু আপনাদের কি কিছু জিনিস কখনো চোখে পড়েনি? এ সরকার এসে ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এটা আমাদের কোনো অর্জন না?’
 
তিনি আরও বলেন, ‘জনভোগান্তি কমাতে সরকার এ পর্যন্ত বিশ হাজার হয়রানিমূলক মামলা নিষ্পত্তি করেছে। স্বল্প সময়ের মধ্যেই আইন, বিচার ও শাসন ব্যবস্থায় কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে।’
 
গেল ১৬ মাসে বাংলাদেশে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন দাবি করে এই উপদেষ্টা বলেন, ‘প্রথম চার মাসে চারটি ভিডিও করা হয়েছে আমার সমালোচনা করে। আমি ১৫ বছর ছিলাম পাকিস্তানের দালাল। ওভার নাইট আমি ভারতের দালাল হয়ে গেছি। আমার আমেরিকায় বাড়ি রয়েছে এবং পরিবারও চলে গেছে সেখানে। সবাইকে চ্যালেঞ্জ করেছি, কিন্তু খুঁজে বের করতে পারেনি। যেই মিথ্যুক এগুলো প্রচার করেছে তাদের বিরুদ্ধে কেউ কিছু বলেছেন?’
 
অন্যায়ভাবে কারও জামিন হলে সে দায় বিচারকের উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাইয়ের পর আমী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এমন ব্যক্তিরা জামিন পেয়েছে। এই জামিনের ৯০ শতাংশ হয়েছে হাইকোর্ট থেকে। তাই জামিন দেয়ার ক্ষেত্রে যদি অন্যায় হয়ে থাকে, তাহলে সেটা বিচারকের। বিচারকের অনেকেই ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া। তাদের সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে। এখানে আইন মন্ত্রণালয় কিছু করতে পারে না। কিন্তু আমাকে দোষ দেয়া হয়েছে।’
 
 
আইন মন্ত্রণালয়কে দোষ দেয়ার কারণ দুটি উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘একটা ভিউ ব্যবসা। আমার নামে গালি দিলে টাকা আসে। আরেকটা হলো রাজনৈতিক অ্যাজেন্ডা। আমাকে দুর্বল করলে বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তাবয়ন সহজ হয়। এই দুটি কারণ ছাড়া আর কিছুই দেখি না।’
 
তিনি আরও বলেন, ‘সবার প্রশ্ন থাকে আমরা কেন পদত্যাগ করি না। আমাদের তিন-চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছেন। আক্রমণ, অন্যায়, সমালোচনা, সারাক্ষণ অস্রাব্য গালাগাল এমনকি প্রাণ নাশের হুমকি। অবর্ণনীয় জীবন, এই জীবন কে উপভোগ করে? প্রধান উপদেষ্টা বলেছেন, এটা একটা টিম। একজন পদত্যাগ করলে আরেকজনের মনোবল নষ্ট হবে। আরও দাবি আসবে। আমরা কোনো কাজ করতে পারবো না। তাই সাবাই কাজ করে যাও।’        
 
যখন বলার সময় আসবে, সবকিছু জানবেন জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে থাকবো, সব কিছুরই উত্তর দিবো। আমার সেই সততা এবং আত্মবিশ্বাস রয়েছে।’
 
৫-১০ বছরের মধ্যে দেশকে অনেক ভালো জাগায় নিয়ে যেতে পারবেন বলেও মনে করে আসিফ নজরুল।

পিআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইমরান হাশমির নতুন রূপে তাসকারির ট্রেলার প্রকাশ Jan 11, 2026
img
তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদ, গুঞ্জন নাকি বাস্তবতা! Jan 11, 2026
ডিপফেকের লক্ষ্য স্কুলছাত্রী থেকে চাকরিজীবী পর্যন্ত Jan 11, 2026
বনশ্রীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; স্থানীয়দের বক্তব্যে বেরিয়ে এলো তথ্য! Jan 11, 2026
ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে কোন পথে বিএনপি! Jan 11, 2026
গণমাধ্যম নিয়ে যা বললেন সাংবাদিক হাসান হাফিজ Jan 11, 2026
বিক্ষোভ দমাতেইরান জুড়ে রেড লাইন ঘোষণা সেনা বাহিনীর Jan 11, 2026
নির্বাচনী এলাকায় অ্যাম্বাসেডরদের সক্রিয় ভূমিকা Jan 11, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 11, 2026
হাদি প্রসঙ্গে যা বললেন রাকসু জিএস আম্মার Jan 11, 2026
দুটি কাপ দিয়ে নির্বাচনের চিত্র দেখালেন জামায়াত নেতা শাহরিয়ার কবির Jan 11, 2026
আলাদা থাকছেন তাহসান-রোজা, বিচ্ছেদের গুঞ্জন Jan 11, 2026
img
তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, প্রত্যাশা মোদীর Jan 11, 2026
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা; গতানুগতিকের বাইরে কি থাকছে? Jan 11, 2026
প্রেমিকার ঘনিষ্ঠতায় বিরক্ত বীর পাহাড়িয়া Jan 11, 2026
নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল ও চমক Jan 11, 2026
img
প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের মামলায় ৫ আসামির রিমান্ড মঞ্জুর Jan 11, 2026
img
সাহায্য আসছে- ইরানের বিক্ষোভকারীদের বললেন ট্রাম্পের মিত্র Jan 11, 2026
img
ইবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে ইউসুব-রাফি Jan 11, 2026
img
ঢামেকে চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর Jan 11, 2026