দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম ব্যস্ত অভিনেতা রাম চরণ। পরিবারের প্রায় সকলেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত হলেও ব্যক্তিগত জীবনে কঠোর শৃঙ্খলা মেনে চলেন এই তারকা।
রাম চরণের বিশ্বাস, জীবনে সাফল্য পেতে হলে নিয়মানুবর্তিতা ও পরিশ্রমের কোনও বিকল্প নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, কর্মজীবনের মতোই তাঁর ব্যক্তিগত জীবনের গুরুত্ব সমান।
কাজের চাপে নিজেকে পুরোপুরি ডুবিয়ে রাখতে তিনি রাজি নন।
রাম চরণ বলেন, “আমি সকাল আটটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত কাজ করতে প্রস্তুত। কিন্তু তার পর ফোন পুরোপুরি বন্ধ করে দিই।” তাঁর মতে, দিনের কাজ শেষে পরিবার ও নিজের জন্য সময় রাখাটা অত্যন্ত প্রয়োজন।
শুধু ফোন বন্ধ রাখাই নয়, সন্ধ্যা ছ’টার মধ্যেই রাতের খাবার সেরে ফেলেন অভিনেতা। খাদ্যাভ্যাসেও অত্যন্ত সাধারণ রাম চরণ। অভিনেতার স্ত্রী উপাসনা জানান, দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন, রাতের খাবারে খিচুড়িই তাঁর প্রথম পছন্দ। তবে রামের সকাল শুরু হয় এক গ্লাস দুধ দিয়ে।
এই মুহূর্তে নিজের পরবর্তী ছবি ‘পেড্ডি’-র প্রস্তুতিতে ব্যস্ত রাম চরণ। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন জাহ্নবী কাপুর। আগামী মার্চ মাস থেকেই শুটিং শুরু করার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে ‘জঞ্জির’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন রাম চরণ। এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচক দু’পক্ষেরই প্রশংসা কুড়িয়েছে।
পিআর/টিএ