ভেনেজুয়েলার উপর দ্বিতীয় আক্রমণ বাতিল করে দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর আগে আশঙ্কা করা হয়েছিল, তিনি দ্বিতীয়বারের মতো কারাকাসে হামলা চালাতে পারেন।
সিএনএন জানায়, ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করায় তিনি ফের সেখানে হামলা চালানোর নির্দেশ বাতিল করেছেন। এর আগে গত সপ্তাহে ভেনেজুয়েলায় নাটকীয় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসে মার্কিন বাহিনী।
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের সাথে মার্কিন হেফাজতে রয়েছেন।
সেই সামরিক অভিযানের কিছুক্ষণ পরেই, ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘প্রয়োজন হলে আমরা দ্বিতীয় এবং আরও বড় আক্রমণ পরিচালনা করতে প্রস্তুত। আমরা আসলে ধরেই নিয়েছিলাম যে দ্বিতীয় হামলার প্রয়োজন হবে, কিন্তু এখন সম্ভবত তা নয়।’
কিন্তু শুক্রবারের ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা একসাথে ভালোভাবে কাজ করছে, বিশেষ করে এটি তাদের তেল ও গ্যাস অবকাঠামোকে আরও বৃহত্তর, উন্নত এবং আধুনিক আকারে পুনর্নির্মাণের ক্ষেত্রে।’
এই সহযোগিতার কারণে, আমি পূর্বে প্রত্যাশিত দ্বিতীয় আক্রমণের সম্ভাবনা বাতিল করেছি, যা দেখে মনে হচ্ছে এর প্রয়োজন হবে না, তবে, সুরক্ষার উদ্দেশ্যে সমস্ত জাহাজ যথাস্থানে থাকবে। ট্রাম্প আরও যোগ করেন।
শুক্রবার বিকেলে তেল কর্মকর্তাদের সাথে এক বৈঠকে প্রেসিডেন্ট বলেন, তিনি মনে করেন না যে দ্বিতীয় আক্রমণের প্রয়োজন হবে, তবে পরিস্থিতি পরিবর্তন করতে হলে ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির দিকে আবারও ইঙ্গিত করেছেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে আরও উল্লেখ করেছেন, ভেনেজুয়েলা শান্তির নিদর্শন হিসেবে বিপুল সংখ্যক রাজনৈতিক বন্দীকে মুক্তি দিচ্ছে। তিনি একে গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিদীপ্ত পদক্ষেপ বলে উল্লেখ করেন।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত সরকার জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহস্পতিবার ভেনেজুয়েলা বিরোধী রাজনীতিবিদসহ হাই-প্রোফাইল বন্দীদের মুক্তি দেয়া শুরু করেছে।
গত সপ্তাহে সামরিক অভিযানের পর, মার্কিন কর্মকর্তারা অন্যান্য বিষয়ের মধ্যে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছিলেন।
পিএ/টিকে