প্রার্থিতা ফিরে পেলেন মাদারীপুর-২ আসনের সাঈদ আনসারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারী।


শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল আবেদনের শুনানিতে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন তার ভাই আসাদ আনসারী।

সাঈদ আনসারী ইসলামিক বক্তা ও টেকেরহাটের পীরজাদা। এ নিয়ে মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন মোট ৯ জন প্রার্থী।

এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) এই আসনের ১০ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাঈদ আনসারীসহ দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম। পরে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে সাঈদ আনসারী আপিল করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের যে সমর্থন তালিকা জমা দেন, তা যাচাইয়ের সময় ১০ জনের নাম, ঠিকানা ও স্বাক্ষর পরীক্ষা করা হয়। এ সময় একজন সমর্থকের জাতীয় পরিচয়পত্রে নামের অমিল পাওয়া যায়। এ কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে ওই সিদ্ধান্তে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়।

মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারী দেশের একটি গণমাধ্যমকে বলেন, দলীয় ব্যানার বা দলীয় সাইনবোর্ডের কারণে জনগণের মূল আকাঙ্খা পূরণ হয় না। কারণ প্রার্থী মূল্যায়নের কোনো সুযোগ নেই। সাধারণ জনগণের চাহিদা পূরণ, দেশ ও জাতিকে সেবা দিতে এবং বিভিন্ন ধর্মের লোকজনকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার জন্য সংসদ সদস্য একটি বড় প্ল্যাটফর্ম, তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন করবো, যেন অসুস্থ মা-বোনদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা করাতে পারি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করবো, যার দ্বারা শিক্ষার আলোয় যুব সমাজ আলোকিত হবে। আমি চাই মাদারীপুর-২ আসন আরও আলোকিত ও আলোচিত হোক।

তিনি আরও বলেন, এলাকায় কিছু মাদকের সয়লাভ আছে। কোন কোন জায়গায় অধিকাংশ রাজনৈতিক ব্যক্তিরা মাদক ব্যবসায়ীদের বিভিন্ন ভাবে গোপনে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন। এই মাদকমুক্ত করার জন্য একজন অরাজনৈতিক ফিগার প্রয়োজন। তাই এই আসনে সকলের সেবা দেওয়ার জন্য স্বতন্ত্র প্রার্থী একটি উপযুক্ত প্ল্যাটফর্ম বলে আমি মনে করি।

জানা যায়, মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারী মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল গ্রামের পীর সাহেব মরহুম দেলোয়ার হোসেন আনসারী (র.) এর মেজো ছেলে। তার জন্ম ১৯৭৬ সালের মার্চ মাসের এক তারিখে। তিনি রাজধানী ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে কামিল হাদিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। বর্তমানে স্বরমঙ্গল টেকেরহাট রাশিদিয়া কামিল মাদরাসার ভাইস চেয়ারম্যান ও টেকেরহাট আল-হেরা মহিলা আলিম মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুরে মার্কাস নূর আল ইসলামি মাদরাসা ও টেকেরহাট আল-হেরা ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা।

মাদারীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুস সোবহান, বাংলাদেশ কল্যাণ পার্টির মনোনীত সুবল চন্দ্র মজুমদার ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (বিএনপি নেতা) শহীদুল ইসলাম খান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলী আহম্মদ চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মোহাম্মদ দিদার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিল্টন বৈদ্যসহ মোট ৯ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়: পররাষ্ট্র উপদেষ্টা Jan 11, 2026
img
সবার উচিত অন্যের দোষ না খুঁজে নিজেদের আত্মসমালোচনা করা: আসিফ নজরুল Jan 11, 2026
‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় Jan 11, 2026
img
ভোলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ২১ Jan 11, 2026
img
শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান Jan 11, 2026
img
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ Jan 11, 2026
img
পঞ্চগড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭.৭ ডিগ্রিতে Jan 11, 2026
img
তারেক রহমানের উত্তরাঞ্চলে সফর স্থগিতে ইসির অনুরোধের কারণ জানালেন টুকু Jan 11, 2026
img
স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের সমর্থনের রিভিউ শুনানি আজ Jan 11, 2026
img
বিয়ে করছেন ‘শিরোনামহীন’-এর ভোকালিস্ট ইশতিয়াক Jan 11, 2026
img
চ্যালেঞ্জ পেরিয়ে স্থিতিশীলতার দিকে বাংলাদেশের অর্থনীতি: অর্থ উপদেষ্টা Jan 11, 2026
img
জনগণকে সরকারের পক্ষে নামার আহ্বান ইরানি কর্তৃপক্ষের Jan 11, 2026
img
আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই: সেলিমুজ্জামান Jan 11, 2026
img
জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ Jan 11, 2026
img
সেমিফাইনালে মুখোমুখি সালাহ ও মানে Jan 11, 2026
img
দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা Jan 11, 2026
img
‘সাবেক স্ত্রী’ বলাতে আপত্তি জানিয়ে মডেলের খোলা চিঠি Jan 11, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী Jan 11, 2026
img
বরিশালে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার Jan 11, 2026
img
গ্লিসারিন কি ত্বক ও মুখের জন্য সত্যিই ভালো? Jan 11, 2026