বিশ্বচ্যাম্পিয়ন দল, আর তাদের সামনে কিনা প্রতিপক্ষ ৩৪ র্যাঙ্কিংয়ের আফ্রিকান দল আলজেরিয়া, এশিয়ার জর্ডান (র্যাঙ্কিং ৬৪) আর ইউরোপের দেশ অস্ট্রিয়া (র্যাঙ্কিং ২৪)। তাই গ্রুপ পর্ব পেরোতে তেমন সমস্যা হবে না মেসিদের। এমনটা যখন ভাবছেন সমর্থকরা, তখন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিলেন ব্যাপারটি এত সহজ নয়।
‘আলজেরিয়া শক্তিশালী প্রতিপক্ষ, তাদের একজন দুর্দান্ত কোচ রয়েছেন এবং তারা আফ্রিকান কাপ অব নেশন্সে নকআউট খেলছে। জর্ডানও যথেষ্ট ভালো। দুর্দান্ত এশিয়ান কাপ কাটিয়েছে তারা। আর অস্ট্রিয়ার কথা আমরা সবাই জানি, ইউরোপ থেকে যোগ্যতা অর্জন করেছে তারা।’ আর্জেন্টিনা ফুটবল সংস্থায় প্রচারিত একটি সাক্ষাৎকারে এভাবেই বিশ্বকাপে গ্রুপ পর্বের দলগুলোর বিশ্লেষণ করেছেন স্কালোনি। বিশ্বকাপের এখনও প্রায় ছয় মাস বাকি। এরই মধ্যে নিজের কাজটি শুরু করে দিয়েছেন আর্জেন্টিনার কোচ।
দলে সম্ভাব্য সব খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করছেন। সম্প্রতি দেখা করেছেন মেসির সঙ্গে। ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। আমার উদ্দেশ্য বেশির ভাগ খেলোয়াড়ের সঙ্গে কথা বলা, যাতে তারা আমার দৃষ্টিভঙ্গি বুঝতে পারে। বিশ্বকাপের বাকি আর ছয় মাস, এখন থেকেই সবার পরিষ্কার ধারণা থাকা জরুরি।’
মেসির পাশেই বাড়ি স্কালোনির, তাই তাঁর বাসাতে কফি খেতে গিয়েছিলেন বলে জানান আর্জেন্টিনার কোচ। ‘যারা লিওকে চেনে, তারা জানে, ও কখনও বসে থাকার লোক নয়। ও সবসময় মাঠে থাকতে চায়, সবসময় জিততে চায়। সতীর্থদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই সবাই যেন ওকে একই মানসিকতায় দেখতে পারে। ও যেখানেই থাকুক, জাতীয় দলের জন্য খেলতে প্রস্তুত। আমরা এখনও বিশ্বকাপ নিয়ে বিস্তারিত কথা বলিনি। তবে দলের জন্য যেটি ভালো হয়, সেটিকেই গুরুত্ব দেব আমরা।’
আরআই/টিকে