বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে জমিয়তের মহাসচিব সাংবাদিকদের বলেন, তারেক রহমানের সঙ্গে আমাদের অত্যন্ত হৃদ্যতাপূর্ণ একটি বৈঠক হয়েছে। বৈঠেকে আগামীর বাংলাদেশ, ইসলাম ও রাষ্ট্র বিনির্মাণে কীভাবে আমরা একসাথে কাজ করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির সঙ্গে আমাদের যে ৪টি আসনে সমঝোতা হয়েছে সেখানে বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা আমরা তাকে জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, যেসব পদক্ষেপ নিলে কাজের পরিবেশ তৈরি হবে সেসব পদক্ষেপ তিনি নিবেন।
তিনি আরও বলেন, সারাদেশে বিএনপির অন্যান্য প্রার্থীদের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব বলে জানিয়েছি তাকে। আমাদের জনশক্তিকে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে মাঠে থাকার নির্দেশ দিয়েছি। বাংলাদেশ যেন আর কখনো পথ না হারায় সে ব্যাপারে তারেক রহমান দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন আমাদের। এ বিষয়ে আমরা একে অপরকে সার্বিক সহযোগিতা করব। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা একতাবদ্ধ থাকব ইনশাআল্লাহ।
জমিয়তের প্রার্থীদের মধ্যে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসাইন কাসেমী ছাড়াও দলের কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
এদিকে, গতকাল তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে জমিয়তের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
পিএ/টিকে