এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তার সেফ হোম থেকে তুলে নিয়ে যায়। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, কি একইভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও নেওয়া হবে কি না। ট্রাম্প জবাবে বলেন, এমন করার প্রয়োজন নেই।
এই প্রশ্ন আসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্যের কয়েক দিনের মধ্যে। জেলেনস্কি মাদুরোর ঘটনা উল্লেখ করে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র স্বৈরশাসকদের সঙ্গে এমন কাজ করতে পারে, তাহলে তারা পরবর্তী পদক্ষেপও জানে।’
গত শুক্রবার হোয়াইট হাউসে তেল কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনি পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চান এবং সবসময় তা রেখেছেন। এছাড়া তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক বছরের যুদ্ধবিরতির মধ্যস্থতা চেষ্টা সফল না হওয়ায় তিনি হতাশ।
মাদুরোকে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনাকে মস্কো কঠোরভাবে নিন্দা জানিয়েছে। রাশিয়ার জাতিসংঘ দূত ভাসিলি নেবেনজিয়া এই ঘটনাকে ‘দস্যুতা’ বলে অভিহিত করেছেন এবং বলেন, এ ধরনের কাজ বিশ্বকে বিশৃঙ্খলা ও অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে।
ইউটি/টিএ