জীবনের সংগ্রাম আর আত্মসম্মানের গল্পে বারবার উঠে আসে গোবিন্দার নাম। মুম্বইয়ের বস্তি থেকে বলিউডের শীর্ষে পৌঁছনো এই অভিনেতা নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বার্তা দিতে ভালোবাসেন। গরিব হয়ে জন্ম নেওয়াকে তিনি কোনো অপরাধ মনে করেন না, বরং তাঁর মতে প্রকৃত ব্যর্থতা হলো চেষ্টা করার ক্ষমতা থাকা সত্ত্বেও সারা জীবন সেই অবস্থাতেই পড়ে থাকা।
গোবিন্দার জীবন ছিল লড়াইয়ে ভরা। আর্থিক অনটন, সুযোগের অভাব, অনিশ্চিত ভবিষ্যৎ সব পেরিয়েই তিনি পেয়েছেন সাফল্য। সেই অভিজ্ঞতা থেকেই অভিনেতার উপলব্ধি, মানুষ কোথা থেকে শুরু করল তা নয়, কোথায় পৌঁছতে চাইল সেটাই আসল। পরিশ্রম, আত্মবিশ্বাস আর লেগে থাকার মানসিকতাই মানুষকে বদলে দিতে পারে ভাগ্যের চাকা।
তারকাখ্যাতির আলোয় দাঁড়িয়েও গোবিন্দা আজও মনে করেন, জীবনের সবচেয়ে বড় শক্তি হলো চেষ্টা করে যাওয়ার মানসিকতা। যারা বারবার ব্যর্থ হয়েও হাল ছাড়ে না, শেষ পর্যন্ত তারাই নিজেদের জায়গা তৈরি করে নেয়। তাঁর এই বক্তব্য যেন শুধু বিনোদনজগতের নয়, বরং সমাজের প্রতিটি সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
আরপি/টিকে