জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান, যিনি বলিউডেও তার অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। সম্প্রতি এই তারকা ও তার স্ত্রী সাদাফ তাদের বিবাহিত জীবনের ২১ বছর পূর্তি উপলক্ষে এক অন্তরঙ্গ ও স্মৃতিময় অনুষ্ঠানের আয়োজন করেন। দুই দশকেরও বেশি সময় আগে নিজেদের বিয়ের স্মৃতিকে নতুন করে ফিরিয়ে আনতেই তারা বিশেষ এই উদযাপনের আয়োজন করেন।
অনুষ্ঠানের দায়িত্বে থাকা আয়োজকদের শেয়ার করা ছবিতে দেখা যায়, গাঁদা ও বিভিন্ন ফুলের মালায় সজ্জিত একটি মঞ্চে পাশাপাশি বসে আছেন ফাওয়াদ ও সাদাফ। পুরো আয়োজনটি ছিল তাদের ঐতিহ্যবাহী বিবাহের আবহে সাজানো, যা তাদের বিয়ের স্মৃতিকেই পুনরুজ্জীবিত করে তোলে।
অনুষ্ঠানে ফাওয়াদ খানকে চামড়ার জ্যাকেটের সঙ্গে একটি কালো পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। অন্যদিকে, সাদাফ পরেছিলেন বাদামি স্যুটের সঙ্গে সবুজ রঙের দোপাট্টা। একটি ছবিতে তাদের ছেলেকেও দেখা যায়, যিনি মরিচা রঙের শাল পরে বাবা-মায়ের পাশে বসে ছিলেন।
সঙ্গে উদযাপনের অংশ হিসেবে জুতা চুপাই ও ভাঙড়ার মতো ঐতিহ্যবাহী বিবাহের রীতিনীতিও পালিত হয় সেখানে। এছাড়াও দম্পতিকে নাচতে ও বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়, যা পুরো অনুষ্ঠানে উৎসবের আবহ তৈরি করে।
বিশেষ এই আয়োজনে বিনোদন জগতের বেশ কয়েকজন পরিচিত মুখ উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন প্রযোজক আম্মারা হিকমত এবং অভিনেতা আহমেদ আলী আকবরসহ আরও অনেকে। এই পাকিস্তানি তারকার দীর্ঘ দাম্পত্যজীবনের এই স্মরণীয় মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে।
এমআর/টিকে