ভারত ও পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা বিরাজ করছে। জম্মু-কাশ্মীর সীমান্তে একাধিক ড্রোন উড়তে দেখা গেছে। খবর ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিন।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত এবং লাইন অফ কন্ট্রোলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ড্রোন দেখা যায়। এর পর ভারতের নিরাপত্তাবাহিনী হাই অ্যালার্ট ঘোষণা করেছে।
প্রতিবেদনে বলা হয়, শুধু ভারতীয় এলাকায় সন্দেহভাজন ড্রোন নয়, জম্মু-কাশ্মীরে একটি সন্দেহজনক স্যাটেলাইট ফোনের সিগন্যালও চিহ্নিত করে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী অনুমান করছে, জম্মুতে পাকিস্তান থেকে অনুপ্রবেশের সংকেত পাঠাতে এই স্যাটেলাইট ফোন ব্যবহার করা হচ্ছিল। এই দুই ঘটনার পরই জম্মু-কাশ্মীরে যৌথ অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী।
এতে বলা হয়, রোববার নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানের দিক থেকে একাধিক সন্দেহজনক ড্রোন উড়তে দেখা গেছে। নজরে আসার সঙ্গে সঙ্গে দেশটির সেনাবাহিনী তৎপর হয়। ড্রোনগুলো গুলি করে নামানোর আগেই পাকিস্তান সীমান্তের ভেতরে চলে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, এদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে পুঞ্চ জেলার মানকোট সেক্টরে টোপার দিকে একটি ড্রোন দেখা যায়। প্রায় দশ মিনিট পর রাজৌরি সেক্টরের খাব্বার গ্রামের উপরে দ্বিতীয় একটি ড্রোন দেখা যায়, যা থেকে আলো জ্বলছিল এবং নিভছিল। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সাম্বার রামগড় সেক্টরের চক বরবল গ্রামের ওপরে আরও একটি ড্রোনের মতো বস্তু দেখা যায়, সেটিও একইভাবে আলো জ্বলছিল।
নিউজ এইটিনের প্রতিবেদনে আরও বলা হয়, এদিন বিকেল সাড়ে তিনটার দিকে জম্মু থেকে উত্তর-পশ্চিম দিকে ১৮ কিলোমিটার দূরে আন্তর্জাতিক সীমান্তের কাছে কানাচক থানা এলাকায় একটি স্যাটেলাইট ফোনে সন্দেহজনক সাঙ্কেতিক আদান-প্রদান চিহ্নিত করে ভারতের নিরাপত্তা বাহিনী।
সম্ভবত এই স্যাটেলাইট ফোন ব্যবহার করে অনুপ্রবেশকারীদের সংকেত দেওয়া হচ্ছিল। এরপর সন্ধ্যার দিকে সীমান্ত এলাকায় একাধিক সন্দেহজনন ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এমআর/টিএ