ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির নতুন সদস্য অ্যান্টোয়ান সেমেনিওর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দলটির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।
এফএ কাপের ম্যাচ দিয়ে সিটির হয়ে গত শনিবার অভিষেক হয় সেমেনিওর। এক্সেটার সিটির বিপক্ষে ১০-১ গোলের জয়ে জালের দেখা পান ২৬ বছর বয়সী এই উইঙ্গার।
প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে বোর্নমাউথের হয়ে ১০ গোল করেছেন সেমেনিও, অবদান রেখেছেন তিন গোলে। অনেক ক্লাবের প্রতিযোগিতার মধ্যে সিটিকে বেছে নিয়েছেন তিনি।
এক ম্যাচের নিষেধাজ্ঞার জন্য এক্সেটারের বিপক্ষে ডাগ আউটে ছিলেন না সিটির প্রধান কোচ পেপ গুয়ার্দিওলা। তার জায়গা নেওয়া সহকারী কোচ পেপ লিয়েন্ডার্স প্রশংসায় ভাসালেন আক্রমণভাগের নতুন খেলোয়াড়কে।
“অ্যান্টোয়ান ভালোভাবে মানিয়ে নিয়েছে। সে বিনয়ী একজন ব্যক্তি, তাকে লম্বা সময় ধরে আমরা অনুসরণ করছিলাম। আক্রমণ ভাগে সে এমন কিছু যোগ করেছে- যা আমরা সত্যিই চাই এবং যা আমাদের প্রয়োজন।”
“সে দ্রুত আক্রমণ করতে পারে, সে তাড়া করতে চায়। সে এমন একজন ব্যক্তি যে থামতে চায় না। আমার মনে হয়, আজ আপনারা দেখেছেন সে দ্রুত আমাদের ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারে।”
৪৯তম মিনিটে সিটির পঞ্চম গোল তৈরি করে দেন সেমেনিও। পাঁচ মিনিট পর তিনি নিজেও জালের দেখা পান। তার পাস থেকে নিজের প্রথম গোলটি করা ডিফেন্ডার রিকো লুইস ক্লাবের ওয়েবসাইটে বললেন, তাদের সঙ্গে কত সহজে মিশে গেছেন সেমেনিও।
“সবাই তাকে চেয়েছিল। এটার একটা কারণ আছে আর আজ সে সেটা দেখিয়েছে। মনে হচ্ছে সে নির্বিঘ্নে দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। সে একজন ভালো ব্যক্তিও, যেটা আরেকটা ইতিবাচক ব্যাপার।”
আগামী মঙ্গলবার লিগ কাপ সেমি-ফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলবে সিটি। পরে শনিবার প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের।
এমআর/টিএ