তিন বছর ধরে নেপালে বন্ধ ছিল ফুটবল লিগ। নিজ দেশে খেলতে না পেরে বাংলাদেশে খেলার সুযোগ লুফে নেন দেশটির আট ফুটবলার। এর মধ্যে চারজনই নাম লেখান ব্রাদার্স ইউনিয়নে। নতুন নিয়মে স্থানীয় হিসেবে মৌসুমের প্রথম পর্বে খেলেছেন অঞ্জন বিষ্টা, সানিশ শ্রেষ্ঠারা।
বিরতি ভেঙে অবশেষে ফুটবল ফিরছে নেপালে। দেশটির শীর্ষ ১৭টি ক্লাব নিয়ে আগামী ১৪ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় লিগ, যে কারণে ব্রাদার্স ছেড়ে নিজ দেশের ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন ব্রাদার্সের দুই নেপালি ফুটবলার। ফরোয়ার্ড অঞ্জনের খেলার কথা নিউ রোড টিমের (এনআরটি) হয়ে। আর রাইট ব্যাক সানিশ খেলবেন মাচিন্দ্রা এফসির জার্সিতে।
অন্য দুই নেপালি জোগেশ গুড়ং ও আরিক বিষ্টা ব্রাদার্সেই থাকবেন নাকি নেপাল লিগে খেলবেন সেটা এখনো নিশ্চিত নয়। ব্রাদার্সের ম্যানেজার আমের খান গতকাল এ ব্যাপারে বলেছেন, ‘তাঁরা এখন ছুটিতে আছেন। আমিও শুনেছি নেপাল লিগে খেলতে চান তাঁরা। এখানে যদি খেলতে না চান তাহলে সমঝোতার মাধ্যমে হয়তো ছেড়ে দিতে হবে।
তাঁরা যেতে চাইলে যেতে পারবেন, সমস্যা নেই।’
জানা গেছে, ব্রাদার্সের সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্ট ছিলেন না অঞ্জনরা। পারিশ্রমিকও তুলনামূলক কম পেতেন। যে কারণে নেপাল লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ফর্টিস ও পুলিশ এফসিতে খেলা দুই নেপালি অনন্ত তামাং ও আয়ুশ ঘালান অবশ্য বাংলাদেশ লিগেই থাকছেন।
চলমান মধ্যবর্তী দলবদল শেষ হবে ৩১ জানুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে মৌসুমের দ্বিতীয় পর্ব। লিগের ম্যাচ শুরু হবে ৬ ফেব্রুয়ারি, শেষ হবে ২৯ এপ্রিল।
টিজে/টিএ