দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, যিনি তাঁর নিখুঁত অভিনয়ের জন্য সর্বজনশ্রদ্ধেয়, তিনি এবার বাংলাদেশের বর্তমান টেলিভিশন নাটক এবং ইউটিউব-কেন্দ্রিক কনটেন্টের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। ভিউ আর ব্যবসার দোহাই দিয়ে যে মানের সাথে আপস করা হচ্ছে, তার বিরুদ্ধেই তিনি সরব হলেন।
চঞ্চল চৌধুরী বলেন, "এখানকার টেলিভিশন নাটকের সঙ্গে সংশ্লিষ্টরা বিজনেস পারপাসে যা খুশি তা-ই করছেন। সস্তা বিনোদন দিয়ে দর্শকের রুচি নষ্ট করছেন। ইউটিউবে ভিউয়ের নেশা পেয়ে বসেছে সবাইকে।"
তাঁর মতে, কেবল ব্যবসায়িক মুনাফা আর ইউটিউব ভিউয়ের ইঁদুর দৌড়ে নেমে নির্মাতারা শিল্পের বারোটা বাজাচ্ছেন। ভালো কাজ বা মানসম্মত গল্প তৈরির চেষ্টা না করে, দর্শকদের 'সস্তা বিনোদন' গেলানোর এই প্রবণতা যে দীর্ঘমেয়াদে ইন্ডাস্ট্রির এবং দর্শকের-উভয়েরই ক্ষতি করছে, সেই কঠোর সত্যটিই তিনি তুলে ধরলেন। মানহীন কাজের ভিড়ে শিল্পের দায়বদ্ধতা ভোলার পরিণাম নিয়ে তিনি সতর্ক করলেন।
পিএ/টিকে