এইচএসসি পাসে নিউরো মেডিসিন চিকিৎসক, রোগী দেখেন দুই জেলায়

শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। তবে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে রাজশাহীর বাগমারা ও নওগাঁর আত্রাইয়ের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ‘আত-তাবারা মডেল হাসপাতালে’ অভিযান চালিয়ে এই ভুয়া চিকিৎসককে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা এই আদেশ দেন।

আটক নুরুল ইসলাম রাজশাহী নগরীর বহরমপুর এলাকার বাসিন্দা। তিনি নিজেকে ‘ডা. মো. রফিকুল হাসান’ পরিচয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। বিএমডিসি (BMDC) নিবন্ধন নম্বর A-34797 ব্যবহার করে তিনি নিজেকে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে দাবি করতেন, যা ছিল সম্পূর্ণ ভুয়া।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন নম্বর A-34797 ব্যবহার করে নিজেকে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন নুরুল ইসলাম। তার প্রকৃত শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বলে জানা যায়। তবে হাসপাতালের সাইনবোর্ড ও চেম্বারে তার নামের পাশে এমবিবিএস, এমসিপিএস (মেডিসিন) এবং এফসিপিএস (নিউরো মেডিসিন)-এর মতো উচ্চতর সব ডিগ্রির কথা উল্লেখ ছিল।

অভিযানের সময় বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সাফিউল্লাহ নেওয়াজ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞার কাছে প্রসিকিউশন দাখিল করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(৩) ধারা অনুযায়ী অভিযুক্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ছাড়া, আত-তাবারা মডেল হাসপাতালের মালিক মশিউর রহমানকে জেনে-শুনে ভুয়া চিকিৎসক নিয়োগ এবং রোগীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম শুধু ভবানীগঞ্জেই নয়, নওগাঁর আত্রাই উপজেলার সেভেন স্টার ক্লিনিকসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়মিত রোগী দেখতেন। স্থানীয়দের অভিযোগ, এই হাসপাতালে চিকিৎসক সংকট ও ভুয়া চিকিৎসকদের মাধ্যমে ভুল চিকিৎসার কারণে ইতিপূর্বে রোগী মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে এতদিন এসব বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এ এস এম সায়েমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। ভুয়া চিকিৎসককে জেল ও জরিমানা করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালের মালিককেও বড় অংকের জরিমানা করা হয়েছে।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নীলফামারীতে চাঁদাবাজির প্রতিবাদে ৩ দিন ধরে মাছ বাজার বন্ধ Jan 12, 2026
img
সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ Jan 12, 2026
img
১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট Jan 12, 2026
img
ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের Jan 12, 2026
img
সিলেটে পোস্টাল ব্যালেটে ভোট দেওয়ার তালিকায় ৩০০ কারাবন্দি Jan 12, 2026
img
ইরান ও সিরিয়ায় শান্তির জন্য পোপের প্রার্থনা Jan 12, 2026
img
গাড়ি থামিয়ে হামিমের সঙ্গে হাত মেলালেন তারেক রহমান Jan 12, 2026
img
দেশের সর্বস্তরের মানুষের পরামর্শ নেবেন তারেক রহমান Jan 12, 2026
img
ট্রাম্প শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন না: সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত লর্ড ম্যান্ডেলসন Jan 12, 2026
img
শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, তাপমাত্রা ১০ ডিগ্রি Jan 12, 2026
img
ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Jan 12, 2026
img
ইরানে বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ গেল ৫৩৮ জনের Jan 12, 2026
img
ফুসফুসের যত্নে কোন খাবারগুলি রাখা জরুরি Jan 12, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Jan 12, 2026
img
সুনামগঞ্জে আধিপত্য নিয়ে বিরোধে জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ Jan 12, 2026
img
খুবি অধ্যাপককে ২ বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি Jan 12, 2026
img
তবে কি যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলার পথে? Jan 12, 2026
img

মানবতাবিরোধী অপরাধের মামলায়

সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ Jan 12, 2026
img
আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর Jan 12, 2026
img

নওগাঁ-৬ আসন

আচরণবিধি লঙ্ঘনের অপরাধে বিএনপির প্রার্থীকে শোকজ Jan 12, 2026