‘ব্যাটল অফ গালওয়ান’-এ সালমানের পারিশ্রমিক ১১০ কোটি! বাকিরা কত পাচ্ছেন?
মোজো ডেস্ক 11:21AM, Jan 12, 2026
বলিউড অভিনেতা সালমান খান-এর ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ ২০২৬ সালে মুক্তি পেতে চলেছে। ছবিটি নিয়ে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। সালমান এই ছবির জন্য নিয়েছেন ১১০ কোটি টাকা পারিশ্রমিক। চরিত্রের জন্য তিনি বিশেষভাবে শারীরিক পরিবর্তন ঘটিয়েছেন এবং নিয়মিত শরীরচর্চা করেছেন।
ছবিতে গোবিন্দ-ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অনেক বছর পর এই দুই তারকা একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। গোবিন্দ সাধারণত ৫–৬ কোটি টাকা পারিশ্রমিক নেন, কিন্তু এই ছবিতে তিনি ৮ কোটি টাকা পাচ্ছেন।
ছবিতে চিত্রাঙ্গদা সিংহ-ও রয়েছেন। সালমানের সঙ্গে প্রথমবার কাজ করছেন তিনি। সাধারণত ১ কোটি টাকা পারিশ্রমিক নেন চিত্রাঙ্গদা, কিন্তু এই ছবিতে তার পারিশ্রমিক ২ কোটি টাকা।
এর পাশাপাশি অঙ্কুর ভাটিয়া গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন এবং পাচ্ছেন ১.৫ কোটি টাকা, আর অভিলাষ চৌধুরী ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন। মিউজিক ভিডিওতে পরিচিত হীরা সোহালও এই ছবিতে অভিনয় করে ১ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন।
ছবির মুক্তি নির্ধারিত হয়েছে ১৭ এপ্রিল ২০২৬-এ। বলিউডের এই একশন ছবি নিয়ে দর্শক এবং অনুরাগীদের প্রত্যাশা খুব বেশি।