প্রথম চার ম্যাচে জিতলেও রংপুর রাইডার্স শেষের ২টিতেই হেরেছে। হারের বৃত্ত থেকে বের হতে আজ সিলেট টাইটান্সের মুখোমুখি তারা। সিলেটপর্বের শেষ দিনের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে তারা।
আগের ম্যাচে ৯৭ রান করে অপরাজিত ছিলেন হৃদয়।
এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে রংপুর। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হারা ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আলিস আল ইসলাম ও আকিফ জাভেদ। দলে ঢুকেছেন নাঈম হাসান ও সুফিয়ান মুকিম।
সিলেট আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ২০ রানে জিতেছিল। জিতলেও তাদের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে, খেলছেন না দলটির আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তার পরিবর্তে এসেছেন শহিদুল ইসলাম।
রংপুর রাইডার্স একাদশ
কাইল মেয়ার্স, লিটন দাস, তাওহীদ হৃদয়, ইফতিখার আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, সুফিয়ান মুকিম, নাঈম হাসান ও নাহিদ রানা।
সিলেট টাইটান্স একাদশ
পারভেজ হোসেন ইমন, তাওফিক খান, আরিফুল ইসলাম, আফিফ হোসেন, মঈন আলী, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, ইথান ব্রুকস, রুয়েল মিয়া, সালমান ইরশাদ ও শহিদুল ইসলাম।
এসকে/টিকে