স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে ‘এআই ওভারভিউ’ বন্ধ করল গুগল

স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নিয়ে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার ‘এআই ওভারভিউ’ আবার আলোচনায়। কিছু চিকিৎসা সংক্রান্ত অনুসন্ধানে এই ফিচার বন্ধ করেছে গুগল। বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনের পর বিষয়টি সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট কিছু স্বাস্থ্য-সংক্রান্ত প্রশ্নে গুগলের এআই ওভারভিউ ভুল বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছিল। এতে ব্যবহারকারীরা নিজেদের স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা পেতে পারেন।

গার্ডিয়ান জানায়, কেউ যদি গুগলে লেখেন-‘লিভার ব্লাড টেস্টের স্বাভাবিক মাত্রা কত?’ তাহলে এআই ওভারভিউ কিছু নির্দিষ্ট সংখ্যার তথ্য দেখাচ্ছিল। কিন্তু সেখানে বয়স, লিঙ্গ, জাতিগত বৈশিষ্ট্য বা জাতীয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছিল না। ফলে অনেকেই ভাবতে পারেন, তাদের পরীক্ষার ফল স্বাভাবিক। বাস্তবে তা নাও হতে পারে।

এই প্রতিবেদন প্রকাশের পর গুগল কিছু অনুসন্ধান থেকে এআই ওভারভিউ সরিয়ে নেয়। এখন ‘what is the normal range for liver blood tests’ এবং ‘what is the normal range for liver function tests’ -এই ধরনের প্রশ্নে আর এআই সারাংশ দেখা যাচ্ছে না।

তবে পুরোপুরি সমস্যার সমাধান হয়নি। গার্ডিয়ানের মতে, একই প্রশ্নের ভিন্নভাবে লেখা সংস্করণে আগে পর্যন্ত এআই সারাংশ দেখা যাচ্ছিল। যেমন- ‘lft reference range’ বা ‘lft test reference range’। তবে প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পর এসব অনুসন্ধানেও এআই ওভারভিউ আর দেখা যায়নি।

তবে গুগল ব্যবহারকারীদের ‘এআই মোডে’ প্রশ্ন করার সুযোগ রেখে দিয়েছে। কিছু ক্ষেত্রে অনুসন্ধানের শীর্ষ ফলাফল হিসেবে গার্ডিয়ানের প্রতিবেদনই উঠে এসেছে।

এ বিষয়ে গুগল সরাসরি কোনো মন্তব্য করেনি। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেন, সার্চে নির্দিষ্ট কোনো কনটেন্ট অপসারণ নিয়ে তারা মন্তব্য করে না। তবে সার্বিক উন্নয়নের জন্য নিয়মিত কাজ করা হচ্ছে।

ওই মুখপাত্র আরও বলেন, গুগলের একটি অভ্যন্তরীণ চিকিৎসক দল গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা প্রশ্নগুলো পর্যালোচনা করেছে। তাদের মতে, অনেক ক্ষেত্রেই তথ্য পুরোপুরি ভুল ছিল না। বরং সেগুলো নির্ভরযোগ্য ওয়েবসাইটের তথ্যের সঙ্গে মিল ছিল।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, চিকিৎসা সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে সামান্য বিভ্রান্তিও বড় ঝুঁকি তৈরি করতে পারে।

ব্রিটিশ লিভার ট্রাস্টের যোগাযোগ ও নীতিবিষয়ক পরিচালক ভেনেসা হেবডিচ বলেন, এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। তার ভাষায়, এটি ‘চমৎকার খবর’। তবে তিনি সতর্ক করেন, এটিই মূল সমস্যার সমাধান নয়।

ভেনেসা হেবডিচ বলেন, একটি নির্দিষ্ট সার্চ থেকে এআই ওভারভিউ বন্ধ করলেই বড় সংকট কাটে না। স্বাস্থ্য-সংক্রান্ত বিষয়ে এআই সারাংশ ব্যবহারের ঝুঁকি নিয়ে এখনো যথেষ্ট উদ্বেগ রয়েছে।

উল্লেখ্য, গত বছর গুগল স্বাস্থ্য-সংক্রান্ত সার্চ উন্নত করার লক্ষ্যে নতুন কিছু ফিচার চালুর ঘোষণা দেয়। এর মধ্যে ছিল উন্নত এআই ওভারভিউ এবং স্বাস্থ্য-কেন্দ্রিক এআই মডেল। উদ্দেশ্য ছিল, ব্যবহারকারীদের দ্রুত ও সহজভাবে তথ্য দেওয়া।

কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে, এই প্রযুক্তি এখনো পুরোপুরি নির্ভরযোগ্য নয়। বিশেষ করে যখন বিষয়টি মানুষের স্বাস্থ্য ও জীবনঘনিষ্ঠ সিদ্ধান্তের সঙ্গে জড়িত।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান Jan 12, 2026
img
এমপিওভুক্ত শূন্যপদে চাহিদা না দিলে আইনি ব্যবস্থা: এনটিআরসিএ Jan 12, 2026
img
মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে ন্যায়বিচার চাইলেন সালমান-আনিসুল Jan 12, 2026
img
জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইইউয়ের নির্বাচন পর্যবেক্ষকেরা Jan 12, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক Jan 12, 2026
img
অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না: রানি মুখার্জি Jan 12, 2026
img
ট্রাম্পের হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে কিউবার প্রেসিডেন্ট Jan 12, 2026
img
স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির Jan 12, 2026
img
গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত : আলী রীয়াজ Jan 12, 2026
img
মুক্তির পরদিনই অনলাইনে ফাঁস ‘দ্য রাজাসাব’, গ্রেপ্তার ১ Jan 12, 2026
img
এবারো ২০১৮ সালের মতো মিডনাইট নির্বাচন হলে জাতিকে মূল্য দিতে হবে: জামায়াতে আমির Jan 12, 2026
img
শ্রমিকদের উন্নয়নে আগে সম্পদ সৃষ্টি ও সঠিক পরিকল্পনা প্রয়োজন: মঈন খান Jan 12, 2026
img
১১৪ রানে অলআউট রংপুর Jan 12, 2026
img
‘দাদি’ হচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জি! Jan 12, 2026
img
ঝালকাঠি-১ আসনে ভোটের লড়াই শুধু মিতুর নয়, বরং এনসিপির টিকে থাকার লড়াই Jan 12, 2026
img
সাঙ্গাকারাকে টপকে দ্বিতীয় কোহলি, উপরে শুধু টেন্ডুলকার Jan 12, 2026
img
বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি স্থগিত রাখল ভারতীয় প্রতিষ্ঠান ‘এসজি’ Jan 12, 2026
img
বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে ভারতে উত্তেজনা Jan 12, 2026
img
২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন Jan 12, 2026
img
সদলবল নিয়ে বাংলাদেশ ব্যাংকে মির্জা আব্বাস Jan 12, 2026