চিফ প্রসিকিউটরকে জড়িয়ে ফজলে করিমের সাবেক স্ত্রীকে ‘সাইবার বুলিং’

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে জড়িয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ এনেছেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর প্রাক্তন স্ত্রী রিজওয়ানা ইউসুফ।

সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ অভিযোগ করেন তিনি। প্যানেলের অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আট সপ্তাহ সময় চান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৬ মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পর শুনানি করেন ফজলে করিমের স্ত্রী রিজওয়ানা।

প্রথমেই তিনি ফজলে করিমের স্বাস্থ্য সম্পর্কে ট্রাইব্যুনালকে অবগত করেন। একইসঙ্গে কারা হাসপাতালে চিকিৎসা চেয়েছেন। যদিও কারা হাসপাতালের বাইরে তাকে চিকিৎসা দেওয়ার আবেদন করা হয়েছিল। এজন্য কারা কর্তৃপক্ষের প্রতিবেদনও দেখতে চেয়েছিলেন আদালত। তবে নিরাপত্তাজনিত কারণে আগের আবেদনটি প্রত্যাহার করে নেন ফজলে করিমের এই আইনজীবী।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তাসহ বিভিন্ন হুমকি-ধমকির কিছু বিষয় ট্রাইব্যুনালের নজরে আনেন আইনজীবী রিজওয়ানা।

তিনি বলেন, চট্টগ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে ট্রাইব্যুনালকে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন রেজাউল করিম নামে এক এনসিপি নেতা। নিজেদের ইচ্ছেমতো রায় না হলে এমন হুমকি দেন তিনি। তাই আমার চাওয়া হলো, আমার মক্কেলকে কারাগারে যেন নিরাপত্তা দেওয়া হয়। মেডিকেল বোর্ডের স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী তিনি আগের চেয়ে কিছুটা উন্নতির পথে।

আইনজীবী রিজওয়ানা বলেন, আমার সঙ্গে চিফ প্রসিকিউটরের সম্পর্কের কারণে তিনি আমাকে ফেভার করছেন, এমন কথা ছড়ানো হচ্ছে। অথচ ফজলে করিম আমার প্রাক্তন স্বামী।

এছাড়া চিফ প্রসিকিউটরকে জড়িয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুৎসা রটানো হচ্ছে। এতে সামাজিকভাবে আমরা হেয়-প্রতিপন্ন হচ্ছি।

তিনি আরও বলেন, চট্টগ্রামে ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে দেশের স্বনামধন্য অনেক আইনজীবী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরও ছিলেন। ওই অনুষ্ঠানে আমিও ছিলাম। কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ও আমার একটি কাটিং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে বলা হয়, ফজলে করিমের জামিনের বিষয়ে দুজনের মধ্যে বোঝাপড়া বা আপস হয়েছে। তাকে যদি এ মামলায় জামিন দেওয়া হয়, তাহলে ট্রাইব্যুনাল গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ওই এনসিপি নেতা। এ সময় ফেসবুকে নিজেকে নিয়ে করা কিছু অশালীন মন্তব্য তুলে ধরেন এই আইনজীবী।

এ বিষয়ে প্রসিকিউশনকে শুনতে চান ট্রাইব্যুনাল। একইসঙ্গে এমন কোনো ব্যাপারে প্রসিকিউশন অবগত কিনা জানতে চাওয়া হয়। তখন প্রসিকিউটর তামিম বলেন, আমরা অবগত রয়েছি। শুধু আসামিপক্ষকেই নয়, প্রসিকিউশন ও ট্রাইব্যুনালের বিভিন্ন পদক্ষেপ নিয়ে সমালোচনা করা হয়। এতে আমরাও মাঝেমধ্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। তাই আদালত চাইলে আমলে নিতে পারেন।

এ পর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, আমরা ব্যাখ্যা চাইবো। তখন বিচারপতি শফিউল আলম বলেন, বিচারব্যবস্থাকে যদি এভাবে বাধাগ্রস্ত করা হয়, তাহলে রাষ্ট্র টিকবে কীভাবে। বিচার বিভাগের স্বাধীনতা থাকল কই।

এরপর ট্রাইব্যুনাল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম-পরিচয়সহ একটি আবেদন জমা দিন। আমরা ব্যবস্থা নেবো।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

মুক্তির পরই আলোচনায় ‘উৎসব’, দর্শকের প্রতিক্রিয়া ইতিবাচক Jan 12, 2026
টাকা ধার নিয়ে যারা দেয় না | ইসলামিক টিপস Jan 12, 2026
img
এলপিজি আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা Jan 12, 2026
img
ভালোবাসা দিবসে আসছে সৌরভের ‘মেঘের বাড়ি’ Jan 12, 2026
img
যৌথবাহিনীর অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪ Jan 12, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ Jan 12, 2026
img
পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান Jan 12, 2026
img
এমপিওভুক্ত শূন্যপদে চাহিদা না দিলে আইনি ব্যবস্থা: এনটিআরসিএ Jan 12, 2026
img
মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে ন্যায়বিচার চাইলেন সালমান-আনিসুল Jan 12, 2026
img
জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইইউয়ের নির্বাচন পর্যবেক্ষকেরা Jan 12, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক Jan 12, 2026
img
অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না: রানি মুখার্জি Jan 12, 2026
img
ট্রাম্পের হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে কিউবার প্রেসিডেন্ট Jan 12, 2026
img
স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির Jan 12, 2026
img
গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত : আলী রীয়াজ Jan 12, 2026
img
মুক্তির পরদিনই অনলাইনে ফাঁস ‘দ্য রাজাসাব’, গ্রেপ্তার ১ Jan 12, 2026
img
এবারো ২০১৮ সালের মতো মিডনাইট নির্বাচন হলে জাতিকে মূল্য দিতে হবে: জামায়াতে আমির Jan 12, 2026
img
শ্রমিকদের উন্নয়নে আগে সম্পদ সৃষ্টি ও সঠিক পরিকল্পনা প্রয়োজন: মঈন খান Jan 12, 2026
img
১১৪ রানে অলআউট রংপুর Jan 12, 2026
img
‘দাদি’ হচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জি! Jan 12, 2026