দেশজুড়ে চলমান উত্তেজনার মধ্যে ইরানে খুব শীঘ্রই ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সোমবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জানান, সারা দেশে ইন্টারনেট সংযোগ ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা সংস্থাগুলোর সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন দেশের দূতাবাস এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে দ্রুত সংযোগ স্থাপনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের স্টারলিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে ইরানে ইন্টারনেট সচল করার বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছিলেন।
তথ্যসূত্র: আল জাজিরা
পিএ/টিকে