বছরের শুরুতেই পুরুষ সহশিল্পীকে শারীরিক হেনস্তার অভিযোগে যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল উইল স্মিথের (Will Smith)। সংশ্লিষ্ট ইস্যুতে মামলাও দায়ের হয়েছে বিশ্বের খ্যাতনামা অভিনেতা-ব়্যাপারের বিরুদ্ধে।
এবার খবর, বলিউডে কাজ পেতে মরিয়া হয়ে উঠেছেন স্মিথ। যার জন্যে শাহরুখ-সাল্নমানদের সঙ্গেও যোগাযোগ করে ফেলেছেন ইতিমধ্যে। দুবাইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেই অবশ্য বোমাটা ফাটালেন অস্কারজয়ী অভিনেতা।
সম্প্রতি ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর দুবাই প্রিমিয়ারের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে উড়ে এসেছিলেন অভিনেতা-ব়্যাপার। সেখানেই বলিউডে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছেন উইল স্মিথ। তবে সিনেদুনিয়ার কোনও ‘চুনোপুটি’ নয়, বরং বলিউড ডেবিউয়ের জন্য সহশিল্পী হিসেবে তালিকায় তিনি এগিয়ে রেখেছেন, অমিতাভ বচ্চন, শাহরুখ-সলমনদের। স্মিথের কথায়, হিন্দি সিনেদুনিয়ার অনেকেই বর্তমানে হলিউডে দাপিয়ে কাজ করছেন, তবে পশ্চিমী বিনোদুনিয়ার শিল্পীরা বলিউডে শিকে ছিড়তে পারেননি! সেপ্রসঙ্গ উল্লেখ করেই অস্কারজয়ী শিল্পীর মন্তব্য, “আমি সলমনের সঙ্গে কথা বলেছিলাম। কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনাও হয়েছিল।
এরপর বিগ বি-র সাথে কিছু একটা প্রজেক্ট করার চেষ্টা করছিলাম, জানেন তো! অমিতাভ বচ্চন আমাকে বলেছিলেন, আমি ‘বিগ ডব্লিউ’ হতে পারি। সেই আলোচনার পর আমরা ঠিক করলাম- এই উপাধিটা আমরা একসঙ্গে ভাগ করে নেব। তবে গত কয়েক বছরে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা হলেও কোনোটাই সফল হয়নি।” এরপরই শাহরুখ খানের সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করেন উইল স্মিথ।
অস্কারজয়ী শিল্পী জানান, “আমি চাই, এবার শাহরুখ (Shah Rukh Khan) আমাকে কোনও একটা প্রজেক্টে সুযোগ দিক।” পাপারাজ্জিদের ক্যামেরার মাধ্যমে শাহরুখকে কুশল-মঙ্গল জিজ্ঞেস করে স্মিথ প্রশ্ন ছোড়েন, “কী খবর?” তাহলে কি খুব শিগগিরিই বলিউডে নাম লেখাতে চলেছেন হলিউডের নামজাদা অভিনেতা উইল স্মিথ?
উল্লেখ্য, বিগত কয়েক বছরে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্যা রাই বচ্চন, অনিল কাপুরদের মতো একাধিক শিল্পী হলিউডে কাজ করেছেন। তালিকার শীর্ষে প্রয়াত ইরফান খানের নামও রয়েছে। এবার বলিউডে কাজের ইচ্ছেপ্রকাশ করে শোরগোল ফেললেন অস্কারজয়ী উইল স্মিথ।
এমআই/টিএ