বেগম খালেদা জিয়াকে মরহুমা বলতে অনেক কষ্ট হয় : শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ও কথা বলার অধিকারের জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। বিনা বিচারে জেল খেটেছেন। তিনি আজকে অসুস্থ অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছেন। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মরহুমা বলতে অনেক কষ্ট হয়।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবক দল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমি মনে করি তিনি খালেদা জিয়া কর্ম দিয়ে দেশের অভিভাবক হিসেবে পরিণত হয়েছিলেন। দল-মত, ধর্ম-বর্ণ-নির্বিশেষে তার জানাজা সেটাই প্রমাণ করে। তারেক রহমানসহ বাংলাদেশের স্বনামধন্য আলেম মিজানুর রহমান আজহারি ও মামুনুল হক নিজে খালেদা জিয়ার কফিনটা বহন করেছিলেন। এতে আরো প্রমাণ করে খালেদা জিয়া শুধু বিএনপির নেতৃত্ব দেননি, তিনি সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন এবং উপমহাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন।’  

এতে আরো প্রমাণ করে খালেদা জিয়া শুধু বিএনপির নেতৃত্ব দেননি, তিনি সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন এবং উপমহাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন।’  

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে কেউ ভোট দিতে পারেনি। ২০১৮ সালের নির্বাচনে আমি নিজে প্রার্থী হয়েও ভোটটা দিতে পারিনি। আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সালথা-নগরকান্দার মানুষের জন্য সারাটা জীবন কাজ করে গেছেন। দুটি উপজেলার সবগুলো মসজিদ মাদরাসায় আমার বাবার উন্নয়নের ছোঁয়া ও সহযোগিতা আছে। সম্মানিত আলেম-ওলামাদেরও আমার বাবা কখনো খালি হাতে ফেরাননি।’

বিএনপির এই নেত্রী আরো বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মুরব্বিরা যখনই মন্দির ও শ্মশানে সমস্যা নিয়ে আমার বাবার কাছে গেছেন, তখনই তিনি সমাধান করার চেষ্টা করেছেন। তার সন্তান হিসেবে আমারও দায়িত্ব সালথা-নগরকান্দার মানুষের পাশে থাকার। ১২ তারিখ আসবে, চলে যাবে। কিন্তু সালথা-নগরকান্দার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক থেকে যাবে। আপনারা আমাকে একটাবার সুযোগ দিন, আমি সালথা-নগরকান্দার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য কাজ করি।’

নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মিরানের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার আলী জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ ও যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদসহ প্রমুখ।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ Jan 12, 2026
img
গণভোট প্রচারের দায়িত্ব বিএনপির না: মির্জা ফখরুল Jan 12, 2026
img
তথ্য প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছেন বেগম খালেদা জিয়া: ড. মঈন খান Jan 12, 2026
img
স্কটল্যান্ডে দর্শককেই লাল কার্ড দেখালেন রেফারি Jan 12, 2026
img
হ্যামনেট থেকে অ্যাডোলেসেন্স, গোল্ডেন গ্লোবে কার হাতে কোন পুরস্কার উঠল? Jan 12, 2026
img
পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনও চলছে: ডা. রফিক Jan 12, 2026
বিএনপিকে ক্ষমতায় চায় ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬ | টাইমস ফ্ল্যাশ | ১২ জানুয়ারি, ২০২৬ Jan 12, 2026
img
আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্য ‘সম্পূর্ণ অসত্য’ মন্তব্য আইসিসির! Jan 12, 2026
img
অনন্যা পাণ্ডের তোপের মুখে আলিয়া ভাট, ‘সুযোগসন্ধানী’ আখ্যা Jan 12, 2026
img
২০০৮ সাল থেকেই নির্বাচনব্যবস্থা ধ্বংসের প্রক্রিয়া শুরু : শফিকুল আলম Jan 12, 2026
img
কেন বিয়ে করছেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা? জানালেন কারণ Jan 12, 2026
img
এই বছরটাই আমার চূড়ান্ত সিদ্ধান্তের বছর : তৌসিফ Jan 12, 2026
যে জিনিস আপনাকে ধ্বংস করছে | ইসলামিক জ্ঞান Jan 12, 2026
ছক্কা মেরে অর্ধশতক ও সিলেটের জয় নিশ্চিত করলেন ইমন Jan 12, 2026
ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অসম্ভব : আসিফ নজরুল Jan 12, 2026
এল ক্লাসিকো জিতে রেকর্ড বড় অঙ্কের অর্থ পুরস্কার বার্সার Jan 12, 2026
img
সবাইকে ভালোবাসা সম্ভব নয় : দেব Jan 12, 2026
img
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে গেছেন খালেদা জিয়া: জোনায়েদ সাকি Jan 12, 2026
img
আদালতের রায়ে স্বস্তি সাইফ আলি খানের Jan 12, 2026
img
মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট Jan 12, 2026