বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে ফের কার্তিক আরিয়ান। সম্প্রতি বিভিন্ন নেটপাড়ায় ছড়ানো গসিপ ও সোশ্যাল মিডিয়ার পোস্টে উঠে এসেছে, বলিপাড়ার একাধিক তাবড় তারকা এবং তাদের সন্তানদের হাত ধরেই অভিনেতাকে কোণঠাসা করার ষড়যন্ত্র চলছে। অবলীলায় সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে লেখা হচ্ছে নোংরা মন্তব্য, যা নেটিজেনদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে।
ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস বলছে, স্বজনপোষণ ও লবি-রাজনীতি নতুন কিছু নয়। ২০২০ সালের জুনে সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু সেই বাস্তবতার সঙ্গে জড়িয়ে ছিল। তরুণ প্রতিভা হলেও ইন্ডাস্ট্রির ‘বহিরাগত’ হওয়ায় সুশান্তকেও একঘরে করতে হয়েছিল প্রযোজকরা। আজ সেই ইতিহাস যেন কার্তিক আরিয়ানের ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটছে বলে সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে।
সম্প্রতি কার্তিকের ব্যক্তিগত জীবনের কিছু গসিপও নেটপাড়ায় আলোড়ন তৈরি করেছে। গোয়ায় হোটেলে বিদেশী তরুণীর সঙ্গে রাত্রিবাসের গুঞ্জন ছড়ালেও কার্তিক এই সমস্ত প্রতিবন্ধকতা পেছনে ফেলে পেশাগত কাজ চালিয়ে যাচ্ছেন। এই প্রসঙ্গে অভিনেতাকে হেয় করার পোস্টে লাইক করেছেন বলিপাড়ার শিখর পাহাড়িয়া, রাইসা পান্ডে এবং আরও কিছু তারকা। সেই পোস্টে এমন মন্তব্য উঠে এসেছে যে, কার্তিক কীভাবে ‘বহিরাগত’ হয়েও ইন্ডাস্ট্রিতে নিজের স্থান শক্ত করে রেখেছেন, সেটিই সম্ভবত ক্ষিপ্ত করেছে স্বজনপোষণের জন্য তৈরি লবি।
এছাড়া, জনপ্রিয় গায়ক অমল মালিকও মাস খানেক আগে জানিয়েছিলেন, কার্তিকের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে, যা সুশান্ত সিং রাজপুতের ঘটনার সঙ্গে মিল রয়েছে। তিনি বলেন, “কার্তিক ভালো কাজ করলেও কিছু প্রযোজক ও তারকা তাকে সরিয়ে দিতে চাইছে। তবে কার্তিকের পরিবার ও অভিজ্ঞতার কারণে তিনি হেসেখেলে এগিয়ে যাচ্ছেন। এর মধ্যেও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন।”
বলিউডে ‘রুহ বাবা’ উপাধিতে পরিচিত কার্তিক আরিয়ান এখন শুধু অভিনেতা নয়, বরং ইন্ডাস্ট্রির লবির পিচে নিজের টাকতিকে প্রমাণ করছেন। সোশ্যাল মিডিয়ার পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া আর কিছু প্রভাবশালী অভিনেতার লাইক সব মিলিয়ে এই গুঞ্জন আবারও বলিপাড়ার কৌতূহলকে তুঙ্গে তুলেছে।
এমকে/টিএ