বিপিএলে সোমবারের (১২ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে রিপনের হ্যাটট্রিকে ১৩১ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে তানজিদ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেট ও ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।
ঢাকার দেয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উড়ন্ত ব্যাটিং শুরু করে রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান। ওয়াসিম ১৩ বলে ২২ রানে ফিরলেও ঝড়ো ব্যাটিং করতে থাকেন তানজিদ।
মাঝে ১২ বলে ৫ রান করে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। তবে এরপর তেমন বিপদে পড়েনি রাজশাহী। তানজিদ একাই খেলেন ৭৬ রানের ইনিংস। ইমাদের বলে বোল্ড হওয়ার আগে মারেন ৭টি চার এবং ৫টি ছক্কা। শেষ দিকে মুশফিক ও নিশাম রাজশাহীর সহজ জয় নিশ্চিত করেন। মুশফিক ১২ এবং নিশাম ১৪ রানে অপরাজিত ছিলেন।
এর আগে রিপন মণ্ডলের হ্যাটট্রিকে ১৩১ রানেই গুটিয়ে যায় ঢাকা। যদিও শুরুটা দারুণ করেছিল তারা। তবে রিপন ও আব্দুল গাফফার সাকলাইনের কাছে দিশেহারা হয়ে পড়ে ঢাকার ব্যাটাররা। সর্বোচ্চ ৪১ রান আসে উসমান খানের ব্যাট থেকে। এদিকে রিপন ইনিংসের শেষ তিন বলে ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। যা চলমান বিপিএলে তৃতীয় হ্যাটট্রিক। আর আব্দুল গাফফার সাকলাইন ৪ ওভারে ২৪ রানে নেন ৪ উইকেট।
এই জয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী। এই জয়ে রাজশাহীর প্লে-অফ খেলা অনেকটা নিশ্চিত হয়ে গেল। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২। অপরদিকে, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে ঢাকা ক্যাপিটালস।
এসএস/টিএ