খল অভিনেতা নাসির খানের প্রয়াণ দিবস আজ। ঢালিউডের এই প্রভাবশালী খলনায়ক ছিলেন বাংলা চলচ্চিত্রের এক অনন্য মুখ। প্রায় ২৭ বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন পাঁচ শতাধিক চলচ্চিত্রে। পর্দায় তার উপস্থিতি ছিল যেমন ভয়ংকর, তেমনি স্মরণীয়।
১৯৫৯ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম নেওয়া নাসির খান মূলত খলচরিত্রেই বেশি পরিচিত ছিলেন। তবে তার অভিনয়ে ছিল বৈচিত্র্য, আর ভরাট কণ্ঠস্বরে ছিল আলাদা শিল্পীসত্তার ছোঁয়া। সিনেমায় বলা তার বিখ্যাত সংলাপ- “আমার দয়া আছে কিন্তু মায়া নাই”, “কথা কম, কাজ বেশি মানুষকে আমি ভালোবাসি”, “মুরব্বি যা বলে, বুদ্ধিমানরা সে মতো চলে”- আজও দর্শকের মুখে মুখে শোনা যায়।
‘বেদের মেয়ে জোছনা’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘এই ঘর এই সংসার’, ‘ভণ্ড’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ‘আলিফ লায়লা’, ‘সুপারম্যান’, ‘রবিনহুড’-এর মতো শিশুতোষ সিনেমাতেও কাজ করে ছোটদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
২০০৭ সালের ১২ জানুয়ারি মাত্র ৪৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান নাসির খান। রেখে যান মা, স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য ভক্ত-অনুরাগী। নিজের কাজের মধ্য দিয়েই তিনি আজও বেঁচে আছেন দর্শকের হৃদয়ে।
এমকে/টিএ