বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে নিজের এক অনন্য পরিচয় তৈরি করেছেন অভিনেতা দেব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার দর্শক এবং ভক্তদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যা মূলত সমালোচনা ও ভালোবাসার পরিপ্রেক্ষিতে প্রকাশিত। দেবের কথায়, “সবাই আমাদের ভালোবাসবে, এটা হওয়ার নয়। প্রত্যেকে কোনও না কোনও কারণে কটাক্ষের শিকার। যত কম গায়ে মাখবেন, ততই ভালো।”
এই মন্তব্যে অভিনেতা মূলত জানিয়েছেন, যে কোনও সেলিব্রিটির জীবনে সমালোচনা বা কটাক্ষ অনিবার্য। তিনি মনে করেন, ব্যক্তি যত বেশি প্রকৃত এবং স্বতন্ত্র থাকবেন, ততই মানুষ তাঁকে গ্রহণ করবে এবং প্রকৃত ভালোবাসা জানাবে। অভিনেতা দেবের এ ধরনের আত্মবিশ্বাসী ও বাস্তবধর্মী মনোভাব নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
দেবের এই মন্তব্য শুধু তার ভক্তদের জন্য অনুপ্রেরণা নয়, বরং বিনোদন জগতের যে কোনও তারকাকে নিজের প্রতি সমালোচনার চাপ মোকাবিলা করার শিক্ষা হিসেবে ধরা যেতে পারে। এর মাধ্যমে বোঝা যায়, জনপ্রিয়তা এবং সমালোচনার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা এবং নিজেকে বাস্তবভাবে উপস্থাপন করা কতটা গুরুত্বপূর্ণ।
দেবের বক্তব্য, তারকাদের ব্যক্তিগত জীবন ও পেশাগত পরিচয়কে সম্মানিত ও সুনির্দিষ্টভাবে বোঝার প্রয়োজনীয়তাকেও সামনে নিয়ে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে যেখানে ঝড়ের গতিতে খবর ছড়ায়, সেখানে এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নেটিজেনদের জন্য প্রাসঙ্গিক এবং শিক্ষণীয় মনে হচ্ছে।
এমকে/টিএ