বলিউডের ‘এভারগ্রিন’ অভিনেতা অনিল কাপুর দীর্ঘ দশক ধরে তার জনপ্রিয়তা ও সৌন্দর্য ধরে রেখেছেন। এবার তিনি সাফল্যের গোপন মন্ত্র উন্মোচন করলেন, যা নতুন প্রজন্মের জন্য এক শক্তিশালী শিক্ষণীয় দিক।
অনিল কাপুর বলেন, “মাটিতে পা রেখে চলতে পারলেই জীবনে দীর্ঘদিন সম্মান ও স্থায়িত্ব পাওয়া যায়।” গ্ল্যামার জগতে থেকেও অহংকারী না হয়ে, বিনয়ের সঙ্গে মাটিতে পা রাখা মানুষকে দীর্ঘস্থায়ী সাফল্য এনে দেয়, উল্লেখ করেন তিনি।
তার বক্তব্যে স্পষ্ট, সাময়িক সাফল্যে ভেসে না যাওয়া, নিজের শিকড়কে মনে রাখা এবং সম্মানের সঙ্গে জীবনের পথে চলাই বড় দীর্ঘমেয়াদি সাফল্যের চাবিকাঠি। নিজের দীর্ঘ ক্যারিয়ারই সেই শিক্ষার প্রমাণ। বিশেষ করে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য এটি একটি টিকে থাকার মহামন্ত্র হিসেবে দেখা হচ্ছে।
পিএ/টিকে