অস্কারের ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পাঁচ দিনের এই সময়কালে ভোটের মাধ্যমে আগামী প্রতিযোগিতামূলক পুরস্কারের জন্য মনোনয়ন নির্ধারিত হবে।
১১,০০০ সদস্যের অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু করেছে। ভোট ১৬ জানুয়ারী বিকাল ৫টা পর্যন্ত চলবে এবং ভোটাধিকারীরা ১৯টি বিভিন্ন শাখায় ভোট দিতে পারবেন।
এ বছর ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অনুষ্ঠিত হয়েছে, যা মূল প্রশ্নগুলোর সমাধান ছাড়া প্রতিযোগিতাকে আরও জটিল করেছে। পল থমাস অ্যান্ডারসনের রাজনৈতিক ব্যঙ্গধর্মী ছবি ‘ওয়ান ব্যাটল আফটার আদার’ চারটি পুরস্কার জিতেছে, যার মধ্যে রয়েছে সেরা ছবি (কৌতুক বা সঙ্গীত)। এ ছাড়া ক্লো ঝাওয়ের ‘হ্যামনেট’ সেরা ছবি (নাটক)সহ দুটি পুরস্কার জিতেছে। রায়ান কুগলারের ‘সিনার্স’ সিনেমা বক্স অফিস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে।
অস্কারের মনোনয়নের ভোটগ্রহণ ১৬ জানুয়ারি বিকাল ৫টায় শেষ হবে। মনোনীতদের নাম ২২ জানুয়ারী ঘোষণা করা হবে।
সূত্র: ভ্যারাইটি
টিজে/টিকে