আফ্রিকা কাপ অব নেশনসে কখনই চ্যাম্পিয়ন না হতে পারা মালি এবার জিতবে কাঙ্ক্ষিত শিরোপা! তবে সেই শিরোপা ফুটবলাররা নয়, বরং নিজের অলৌকিক ক্ষমতায় এনে দেবেন এক দরবেশ! এমন প্রতিশ্রুতি দিয়ে অনুদান সংগ্রহ করেক পুরো দেশজুড়ে। কিন্তু কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ে যায় মালি। তাতেই তোপের মুখে পড়েছেন সেই স্বঘোষিত দরবেশ।
মালির পুলিশ শনিবার বামাকো শহর থেকে সিনায়োগো নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মালির শিরোপা জয় নিশ্চিত করতে পারবেন।
টুর্নামেন্টের শুরুতে ভক্তদের কাছ থেকে অর্থ সহায়তার বিনিময়ে তিনি প্রতিশ্রুতি দেন, আফকন ট্রফি তুলবে ঈগলসরা। স্থানীয় সূত্রের বরাতে এএফপি জানায়, সিনায়োগো প্রায় ২ কোটি ২০ লাখ সিএফএ ফ্রাঁ সংগ্রহ করেন। যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৮ লাখ টাকা।
দারুণ পারফরম্যান্সের মাধ্যমে গ্রুপ পর্ব শেষ করার পর সেরা আটে জায়গা করে নেয় মালি। কিন্তু কোয়ার্টার-ফাইনালে সেনেগালের কাছে ১-০ গোলে হারের পর বদলে যায় পরিস্থিতি। ক্ষুব্ধ সমর্থকরা বামাকোতে তার বাড়ির সামনে জড়ো হন। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে নেয়।
পুলিশের বরাত দিয়ে এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, মালিতে ‘চারলাটানিজম’ বা ভণ্ডামি আইনত দণ্ডনীয়। তবে দল টুর্নামেন্টে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা কঠিন ছিল।
শেষ পর্যন্ত প্রতিশ্রুতি ভেঙে পড়ার পর শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। মালির সাইবার অপরাধ ইউনিটে তাকে হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
আরআই/টিকে