সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিনজা শহরে একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপো ফোর্সেস (আরএসএফ)।
এতে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৭৩ জন। সোমবার (১২ জানুয়ারি) এই হামলা চালানো হয় বলে আল-জাজিরা ও এএফপি নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।
সুদানের সিনজা শহরে সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের সদর দপ্তরে যখন উচ্চপর্যায়ের সামরিক ও সরকারি কর্মকর্তাদের একটি বৈঠক চলছিল, ঠিক তখনই আরএসএফ এই ড্রোন হামলা চালায়।
সেনাসূত্র জানিয়েছে, হামলায় হতাহতদের মধ্যে সেনা কর্মকর্তা ছাড়াও তাদের সাথে থাকা নিরাপত্তা দলের সদস্য এবং বেসামরিক নাগরিকরাও রয়েছেন।
হামলার সময় ঘটনাস্থলে সিনার, হোয়াইট নীল এবং ব্লু নীল প্রদেশের গভর্নররা উপস্থিত ছিলেন। হোয়াইট নীল প্রদেশের গভর্নর কামার আল-দিন ফাদল আল-মাওলা অল্পের জন্য রক্ষা পেলেও তার ব্যক্তিগত দেহরক্ষী এবং প্রোটোকল অফিসার এই হামলায় নিহত হয়েছেন।
দীর্ঘ তিন বছর পোর্ট সুদান থেকে কার্যক্রম পরিচালনার পর গত রবিবার (১১ জানুয়ারি) সুদানের সেনাবাহিনী রাজধানী খার্তুমে ফেরার ঘোষণা দিয়েছিল।
সেনাবাহিনীর এই প্রত্যাবর্তনের ঠিক একদিন পরই আরএসএফ এই হামলা চালিয়েছে। আরএসএফের উপদেষ্টা আল-বাশা তিবিগ সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় এই হামলাকে সেনাপ্রধানদের প্রতি একটি 'সতর্কবার্তা' হিসেবে উল্লেখ করেছেন।
২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং কোটি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
পিএ/টিকে