মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৪ লাখ টাকায় ইতালি পাঠানোর প্রলোভনে ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য জানান।

তিনি জানান, সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট গত ১২ জানুয়ারি মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় অভিযান চালিয়ে গুরুদাস বারই (৪৫) ও মো. মোতালেব মাতব্বর (৬৮) নামের দুই মানবপাচারকারীকে গ্রেপ্তার করে। গুরুদাস বারইকে দক্ষিণ খালিয়া গ্রাম থেকে এবং মো. মোতালেব মাতব্বরকে দামেরচর বাজার এলাকা থেকে আটক করা হয়।

সিআইডি জানায়, উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা আদায় করে মানবপাচার চক্রটি। পরে তাদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয় এবং সেখান থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙ্গি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা হয়।

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলেন— সজল বৈরাগী (২৫), মামুন শেখ (২৪), নয়ন বিশ্বাস (১৮), কাজী সজিব (১৯), কায়সার খলিফা (৩৫), মো. রিফাত শেখ (২৫), রাসেল শেখ (১৯) ও ইমরুল কায়েস আপন (২৪)।

নৌকাডুবির পর চারজনের মরদেহ গাবিস ইউনির্ভাসিটি হাসপাতালে এবং অপর চারজনের মরদেহ জেরবা জেনারেল হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়। পরে সরকারি প্রক্রিয়ায় মরদেহগুলো দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর নিহত সজল বৈরাগীর বাবা সুনিল বৈরাগী বাদী হয়ে ঢাকার বিমানবন্দর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী মামলা দায়ের করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তাররা আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল এবং মূল পাচারকারীদের নির্দেশে অর্থ ও লোক সংগ্রহের কাজ করত। গ্রেপ্তার মো. মোতালেব মাতব্বরের বিরুদ্ধে পূর্বে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকার তথ্যও পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

সিআইডির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত, পাচার করা অর্থের লেনদেনের উৎস নির্ধারণ এবং পুরো মানবপাচার নেটওয়ার্ক উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক শুরু Jan 13, 2026
img

সীমান্তে গুলি

মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Jan 13, 2026
img
১৫ বছর পর আফরান নিশোর মা হয়ে সিনেমায় ফিরলেন ডলি জহুর Jan 13, 2026
img
বিয়ে ভাঙার কষ্ট ভুলে মাঠে রানের ফুলঝুরি, ফ্যাশনে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন স্মৃতি! Jan 13, 2026
কক্ষপথে পৌঁছানোর আগেই শেষ ভারতের মহাকাশ যাত্রা Jan 13, 2026
রাজনৈতিক দলগুলো সংস্কার না হলে রাষ্ট্র সংস্কার করাও সম্ভব নয় Jan 13, 2026
img
শুধু বিএনপিই পারে সবাইকে নিরাপত্তা দিতে : শামা ওবায়েদ Jan 13, 2026
img
আমি একটু শান্তি চাই : তাহসান Jan 13, 2026
img
বিএনপির অফিস ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার Jan 13, 2026
img
টাইগারের সঙ্গে প্রেম ভাঙার পরে এবার মুখোশের আড়ালে দিশার প্রেমিক! Jan 13, 2026
img
বিদ্যমান ব্যবস্থায় গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামো দুর্বল : তাসনিম জারা Jan 13, 2026
img
বাবরের পেশা ব্যবসা, নগদ টাকা ১৩ কোটি ২১ লাখ Jan 13, 2026
img
সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের ৪ কোটি ৬৪ লাখ শেয়ার অবরুদ্ধ Jan 13, 2026
img
না ফেরার দেশে প্রখ্যাত সংগীতশিল্পী মলয় কুমার Jan 13, 2026
img
চীনের জন্য গুপ্তচরবৃত্তি, মার্কিন নাবিককে ১৬ বছর কারাদণ্ড Jan 13, 2026
img
শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাসুদকে বিএনপি থেকে বহিষ্কার Jan 13, 2026
img
ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা Jan 13, 2026
img
ইসিতে চতুর্থ দিনের আপিলে ৫৩ জনকে বৈধ ঘোষণা Jan 13, 2026
img
‘নারী অবমাননার’ বিতর্কে যশের ‘টক্সিক’ Jan 13, 2026
img
ক্যান্সারকে হারিয়ে ‌ক্রিকেটে ফিরলেন নিক ম্যাডিনসন Jan 13, 2026