আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রির্টানিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের উপর নির্বাচন কমিশনে (ইসি) চতুর্থ দিনের মতো চলছে শুনানি। দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সকাল ১০টায় শুরু হয় শুনানি। এতে দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কমিশন।
এদিন জাতীয় পার্টিসহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। দুপুরে আগারগাঁও থেকে 'মার্চ টু ইলেকশন কমিশন' কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য।
এদিন ৭০ জনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৩ দিনে আপিলে মনোনয়ন বৈধ হয়েছে ১৫০ জনের। সারাদেশে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেন ৬৪৫ জন।
কেএন/টিকে